ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

ফিরবেন বিপাশা, তবে...

ফিরবেন বিপাশা, তবে...

অভি মঈনুদ্দীন: বিপাশা কবির, একজন লাক্স তারকা। নাটকে অভিনয়ের মধ্য দিয়েই অভিনয়ের দুনিয়ায় তার যাত্রা শুরু হয়েছিলো। এরপর তিনি নিজেকে বেশি সিনেমাতেই ব্যস্ত করে তোলেন। এরই মধ্যে দীর্ঘদিন যাবত বিপাশা কবির যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বসবাস করছেন। মাঝে মধ্যে সেখানে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে দেখা হয়, কথা হয়, গল্পে মেতে উঠেন। ভীষণ ইচ্ছে করে তখন দেশে ছুটে আসতে। বিশেষ করে মা’কে এক নজর দেখতে ভীষণ মন চায় তার। কিন্তু আপাতত ম্যানহাটনেই থাকতে হচ্ছে থাকে। ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন বিপাশা তা তিনি নিজেও নিশ্চিত নন। তবে সেখানে তিনি বেশ ভালো আছেন বলেই জানিয়েছেন।

বিপাশা কবিরের দু’টি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। একটি কালাম কায়সারের ‘যার নয়নে যারে লাগে ভালো’ অন্যটি রেজা হাসমতের ‘জেদী মেয়ে’। দুটি সিনেমাতেই গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিপাশা কবির। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো আকাশ আচার্য্যের ‘পরাণে পরাণ বান্ধিয়া’। বিপাশা কবিরের প্রথম ওয়েব সিরিজ ছিলো জায়েদ রিজওয়ানের ‘আঘাত’। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ইরফান সাজ্জাদ।

সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্রের ম্যনহাটনে যাবার আগে বাপ্পী খানের ‘সোলমেট’, অপূর্ব রানার ‘গিভ অ্যাণ্ড টেক’ সিনেমাতেও কাজ করেছেন। বিপাশা কবির বলেন,‘ দেশে ফেরার ইচ্ছেতো প্রতি মুহুর্তেই করে। কিন্তু আপাতত জীবনের প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে আছি। এখানে মাঝে মাঝে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে দেখা হয়, কথা হয়। তখন আরো অস্থির হয়ে উঠে দেশে ফেরার জন্য। বিশেষ করে আম্মুকে এক নজর দেখার জন্য, আম্মুর পাশে সময় কাটানোর জন্য। জানিনা ঠিক কবে নাগাদ দেশে যাবো, তবে ইচ্ছে আছে দ্রুত। কিন্তু সেই সময়টা কবে তা আমার নিজেরও জানা নেই।’

আরও পড়ুন

একজন নায়িকা হিসেবে বিপাশা কবিরের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিলো সায়মন তারিকের ‘গুণ্ডামি’। এরপর তাকে নায়িকা হিসেবে আরো দেখা গেছে শাহেদ চৌধুরীর ‘আড়াল’, সোহেল বাবু’র ‘বাজে ছেলে দ্য লোফার’, সায়মন তারিকের ‘ক্রাইম রোড’ চলচ্চিত্রে। সারোয়ার হোসেন পরিচালিত ‘খাস জমিন’সহ আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে। সৈকত নাসিরের ‘পাষাণ’ সিনেমাতেও অভিনয় করে আলোচনায় এসেছিলেন তিনি। অবশ্য ২০০৯ সালের এই লাক্স তারকা’র প্রথম সিনেমা ছিলো শাহীন সুমনের ‘ভালোবাসার রঙ’। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ফের পাকিস্তান-আফগানিস্তানের ব্যাপক সংঘর্ষ

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য ৭ লাখ কম্বল

বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

‘স্কুইড গেম টু’-এর তৃতীয় সিজন এ বছরেই!

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছেই, ২৪ ঘণ্টায় ঝরল ৭১ প্রাণ

কুমড়ো বড়ি দিয়ে লাউ–চিংড়ি