বগুড়ার কাহালুতে সন্ত্রাসী হামলায় নারীসহ ১২ জন আহত, ছয়জন আটক
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের নহরাপাড়া গ্রামে সন্ত্রাসী হামলায় নারীসহ ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ছয়জনকে আটক করেছে। গতকাল রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে এক পক্ষ পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা করে ২০/২৫ জন বহিরাগত লোক নিয়ে এসে নহরাপাড়ার গ্রামে হামলা চালায়। বহিরাগতরা প্রথমে দেশিয় অস্ত্র হাতে নিয়ে গ্রামের মধ্যে প্রবেশ করে ককটেল ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করে।
এ সময় বহিরাগতরা প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালানোর সময় গ্রামবাসী বহিরাগতদের প্রতিরোধের চেষ্টাকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই গ্রামের নারীসহ ১২ আহত হন। আহতদের কাহালু উপজেলা সদর হাসপাতাল এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন-নহরাপাড়া গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে আলী হোসেন (৩৫), ইদ্রিস আলীর ছেলে সেলিম (২৮), তার স্ত্রী সাথী খাতুন (২২), হায়দার আলীর স্ত্রী সালমা বেগম (৩২), মেয়ে হাবিবা (১৯) ও হালিমা (১৫), আজিমের স্ত্রী রুপালী (২৪), বাদলের বাবা তছলিম উদ্দিন (৬৫), নজরুল ইসলাম লজুর ছেলে তাজ (২০), জাহাঙ্গীরের ছেলে রিফাত (২১), মনিরের মেয়ে রুবাইয়া (১০) ও আব্দুর রহিমের স্ত্রী মুঞ্জুয়ারা (৩৫)।
আরও পড়ুনসংবাদ পেয়ে কাহালু থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সংঘর্ষের সময় গ্রামে মানুষ বহিরাগত ছয়জনকে আটক করে কাহালু থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃত ছয়জন হলো-বগুড়া সদর উপজেলার গোদারপাড়ার বাদল প্রামানিকের ছেলে বিজয় প্রামানিক (২৪), বগুড়া সদরের হরিগাড়ী ইসলামপুর গ্রামের মিন্টুর ছেলে মোহন বাবু (২০), সোনা মিয়ার ছেলে আলম (২৭), হেলাল প্রামানিকের ছেলে রাহাদ হোসেন (২৪), নুরুর ছেলে রাশেদুল (২৯) ও বগুড়া শহরের সুত্রাপুর পানির ট্যাংকি লেনের মৃত আব্দুল মজিদ শেখের ছেলে রতন (৩৩)।
এ দিকে এ ঘটনায় রোববার সন্ধ্যায় বগুড়ার নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার ওমর আলী ও কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ জানান, ওই ঘটনার প্রেক্ষিতে রাতেই ওই গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে আজমল হোসেন বাদি হয়ে থানায় ১৮ জনের নামে মামলা করেছেন।
মন্তব্য করুন