ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

তিন সন্তানকে সাক্ষি করে বিয়ে করলেন সানি লিওন!

তিন সন্তানকে সাক্ষি করে বিয়ে করলেন সানি লিওন!, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : আবারও বিয়ে করলেন সাবেক পর্নোস্টার ও বলিউড তারকা সানি লিওন। ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবন তাদের। তিন সন্তানের বাবা-মা তারা। সুখি দাম্পত্যের জীবনের নানা মুহূর্ত সানি তুলে ধরেন সামাজিক মাধ্যমে। এবারও তার বিয়ের ছবি শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে।

তবে পাত্র অন্য কেউ নন। ড্যানিয়েলের সঙ্গেই আরও একবার বিয়ের প্রতিটা শপথ মনে করলেন সানি লিওন। গত ৩১ অক্টোবর মলদ্বীপে ইন্টিমেট সেরেমনিতে দাম্পত্য জীবনের যেন এক নতুন অধ্যায় শুরু করলেন তারা। বাবা-মায়ের বিয়ের সাক্ষি থাকলেন তাদের তিন সন্তান নিশা, নোয়া ও আশের। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সানি ও ড্যানিয়েল দু’জনেই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন। সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই এমনটা করার ইচ্ছে ছিল দু’জনের। সে কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর ফের বিয়ে করলেন সানি ও ড্যানিয়েল। মালদ্বীপের সৈকতে সেজে উঠেছিল তাদের বিয়ে আসর। 

আরও পড়ুন

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না অভিনেত্রী। মূলত পর্ন দুনিয়া থেকে সরে এসে এখনও কেন তাকে দর্শক সিরিয়াসলি নিচ্ছেন না, তা নিয়ে সানির মনের দুঃখ প্রচুর। নানা সাক্ষাৎকারে বার বার এ কথা বলেনছেন তিনি। তবে এবার প্রথম নিজের পুরোনো প্রেম নিয়ে মুখ খুললেন। ড্যানিয়েলের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে প্রেম করতেন সানি। ব্রেকআপেরও পরেও সানিকে নিয়ে নিজের শোতে নানারকম ঠাট্টা করতেন রাসেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, আমাদের দিনগুলো খুবই সুন্দর ছিল। সুখেই ছিলাম আমরা। কিন্তু হঠাৎ বুঝতে পারি, রাসেল আমাকে খুব একটা গুরুত্ব দেয় না। তাই এই সম্পর্ক থেকে সরে দাঁড়াই। সানি আরও বলেন, আমাকে নিয়ে শোতে যে ঠাট্টা করে, তাতে যদি তার উন্নতি হয়, তাহলে ভালো। সবাই যদি হাসে সেটাও ভালো। আমার এসবে কিছু যায় আসে না।

বহু বছর আগেই পর্ন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সানি। তবুও নীল ছবির ট্যাগ যেন তার শরীর থেকে সরছে না। মাঝেমধ্যেই অতীত যেন তাড়া করছে অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর গলায় যেন মিশে গেল একরাশ অভিমান। তিনি স্পষ্ট জানালেন, তার মা এখনও তাকে ঘৃণা করেন! মার্কিন এক সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সানি। সেখানে অভিনেত্রী বলেন, আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন পর্ন দুনিয়াতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়। আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তারপরই আমার নাম হয়ে যায় সানি লিওন। এ ঘটনার পর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ফের পাকিস্তান-আফগানিস্তানের ব্যাপক সংঘর্ষ

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য ৭ লাখ কম্বল

বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

‘স্কুইড গেম টু’-এর তৃতীয় সিজন এ বছরেই!

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছেই, ২৪ ঘণ্টায় ঝরল ৭১ প্রাণ

কুমড়ো বড়ি দিয়ে লাউ–চিংড়ি