ভিডিও মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

কুড়িগ্রামে ডাকাতকে চিনে ফেলায় যুবককে হত্যা

কুড়িগ্রামে ডাকাতকে চিনে ফেলায় যুবককে হত্যা, প্রতীকী ছবি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :  কুড়িগ্রামের ফুলবাড়ীতে গভীর রাতে জানালার গ্রীল কেটে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাত-বেঁধে দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় বাড়িওয়ালার ছেলেকে মারধার ও শ্বাসরোধ  করে হত্যা করা হয়েছে। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল।

গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামের সুপারী ব্যবসায়ী শফি উদ্দিনের বাড়িতে এই দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলেফ উদ্দিন (৩৬)। খবর পেয়ে মঙ্গলবার সকালে কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও বাড়ির মালিক শফি উদ্দিন জানান, রাত দুইটার দিকে ১০/১২ জন মুখোশ পরা সশস্ত্র ডাকাত রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই কোন কিছু বুঝে ওঠার আগে তারা আমাকে স্ত্রী হাসিনা বেগম, ছেলে আলেফ উদ্দিন, আনিছুর রহমান এবং ছেলের বউ সোমাইয়া বেগমসহ সকলের হাত-পা, মুখ বেঁধে মারধোর করতে থাকে।

মুখোশ পরা অবস্থায় ডাকাত দল আমাদের  টাকা ও স্বর্ণালঙ্কার কোথায় আছে তা দেখিয়ে দিতে বলে। এক পর্যায়ে তারা ড্রয়ারে থাকা রাখা ১০/১২ হাজার টাকা, পাঁচ-ছয় ভরি স্বর্ণালঙ্কার এবং মহিলাদের শরীরে থাকা আরও দুই- তিন ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। কৌশলে আমার ছেলে আলেফ উদ্দিন ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় তাকে বেদম মারধোর করে।

আরও পড়ুন

এক পর্যায়ে তার মুখে কাপড় গুঁজে দিয়ে শ্বাসরোধে হত্যা নিশ্চিত করে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়।  ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ছানোয়ার হোসেন জানান,ডাকাতির ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনাগত ববস্থা নেয়া হবে।

কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাত দল রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করেছে। বাড়ির মালিকের ছেলে আলেফ উদ্দিন হয়তো ডাকাতদের চিনতে পেরেছে। সে কারণে ডাকাতরা তাকে মেরে ফেলতে পারে। অনুসন্ধান করে এই সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেপ্তারের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে নারীসহ দুই মাদকসেবীর জেল-জরিমানা

সাংবাদিকরা দেশের পিলার ও সংবাদ সমাজের আয়না : রংপুরে নবাগত বিভাগীয় কমিশনার

বগুড়া শহরে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বড় যানবাহন প্রবেশ নিষিদ্ধ

পাবনার লালন শাহ সেতুর ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

দেশে সাড়ে তিন কোটি শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সিসা: ইউনিসেফ

চাঁপাইনবাবগঞ্জে আ’লীগের দুই ইউপি চেয়ারম্যান, ২ মেম্বারসহ ১১ নেতাকর্মী কারাগারে