ভিডিও বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

৪ আগস্টের হত্যা মামলায়

বগুড়া আদালতে হাজির করা হবে সাবেক বিচারপতি, মন্ত্রী ও আইজিপিকে

বগুড়া আদালতে হাজির করা হবে সাবেক বিচারপতি, মন্ত্রী ও আইজিপিকে

কোর্ট রিপোর্টার : দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনে সময় গত ৪ আগস্ট বগুড়ায় ছাত্র-জনতার মিছিলে গুলি, ককটেল বিস্ফোরণসহ ধারালো অস্ত্রের আঘাতে জিল্লুর রহমান (৪৫) হত্যা মামলায় এজারহার নামীয় সাবেক বিচারপতি,সাবেক মন্ত্রী ও পুলিশের সাবেক আইজিপিসহ ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক পাঁচ আসামিকে পুনঃগ্রেপ্তার দেখানোর জন্য বগুড়া সদর আমলী আদালত হতে ওই আসামিদেরকে হাজির করার জন্য পি,ডাব্লিউ (পোডাকশন ওয়ারেন্ট) ইস্যু করা হয়েছে।

যে পাঁচ আসামিকে পুনঃগ্রেপ্তারের জন্য আবেদন করা হয়েছে তারা হলেন-সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক (৭৪), সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৬৮), সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (৪৫), জাসদ’র সভাপতি সাবেক এমপি হাসানুল হক ইনু (৭৮) ও পুলিশের সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন (৬০)।

ঢাকার পৃথক মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আটক এই মামলার এজাহারনামীয় ওই পাঁচ আসামিকে এই মামলায় পুনঃগ্রেপ্তার দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার পুলিশের এসআই মো. তরিকুল ইসলাম আবেদন করেন।

বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা গত ৩ নভেম্বর ওই পাঁচ আসামির পুনঃগ্রেপ্তারের আবেদন ২৬ নভেম্বর দিন ধার্য্যসহ আদালতে হাজির করার জন্য পি/ডাব্লিউ (পোডাকশন ওয়ারেন্ট) ইস্যুর আদেশ দেন। বগুড়া কারাগারের মাধ্যমে ওই আসামিদের হাজির করার জন্য পি/ডাব্লিউ (পোডাকশন ওয়ারেন্ট) প্রেরণ করা হয়েছে।

গত ৪ আগস্ট দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনে সময় গত ৪ আগস্ট গাবতলীর গোড়দহ উত্তরপাড়ার মৃত মুসা সরদারের ছেলে জিল্লুর রহমান (৪৫) বগুড়া শহরে দুপুর সাড়ে ১২টার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সাথে যোগদান করে শহরের ঝাউতলায় পাকা রাস্তায় আসামিদের ছোড়া গুলি, ককটেল ও ধারালো অস্ত্রের আঘাতে জিল্লুর রহমান গুরুতর আহত হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে নিহত জিল্লুর রহমানের স্ত্রী খাদিজা বাদি হয়ে গত ২৪ আগস্ট ওই পাঁচ আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এজাহারে ১৫৭ জনের নাম ও অজ্ঞতনামা আরও ৩০০/৪০০ জন উল্লেখ করে এই মামলা দায়ের করেন।

অপরদিকে বগুড়ার ছিলিমপুরের রিপন ফকির গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে শহরের ঝাউতলায় মিছিলে যোগ দিলে আসামিরা গুলি ছুঁড়লে এবং ককটেল বিস্ফেরণ ঘটালে গুলি রিপন ফকিরের বুকে ও শরীরে লেগে গুরুতর আহত হলে শহীদ জিয়াউর রহমান মেডেকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে নিহত রিপন ফকিরের স্ত্রী মাবিয়া বেগম বাদি হয়ে গত ২৪ আগস্ট ওই পাঁচ আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, ছেলে সজিব ওয়াজেদ জয়, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ এজাহারে ১০৪ জনের নাম করে এবং অজ্ঞতনামা আরও ২০০/৩০০ জন উল্লেখ করে এই মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শমী কায়সার গ্রেফতার

ভোট দিলেন ট্রাম্প; জয়ের বিষয়ে খুবই আত্মবিশ্বাসী

সাংবাদিকরা দেশের পিলার ও সংবাদ সমাজের আয়না : রংপুরে নবাগত বিভাগীয় কমিশনার

পাবনার ভাঙ্গুড়ায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৪ ব্যবসায়ীর জরিমানা

সিরাজগঞ্জের কাজিপুরে সেনাবাহিনীর অভিযানে ১২৫ বস্তা সরকারি চাল উদ্ধার

নওগাঁর মান্দায় চার্জার ভ্যানসহ কিশোর চালক নিখোঁজ