ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

পাবনার সুজানগরে শুঁটকি ব্যবসায়ীদের কারণে হাটেবাজারে পুঁটি মাছের দেখা নেই

পাবনার সুজানগরে শুঁটকি ব্যবসায়ীদের কারণে হাটেবাজারে পুঁটি মাছের দেখা নেই

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের হাটবাজারে পুঁটি মাছের তেমন দেখা মিলছে না। এমনকি বর্ষার ভরা মৌসুমেও উপজেলার হাটবাজারে পুঁটি মাছের দেখা মেলেনি। স্থানীয় শুঁটকি ব্যবসায়ীরা পুঁটি মাছ চাতালে নিয়ে শুকানোর কারণে হাটবাজারে পুঁটি মাছের দেখা মিলছে না বলে ভোক্তাদের অভিযোগ। 
জানা যায়, উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিল সংলগ্ন চরদুলাই, হাটখালী, সুজানগর মসজিদপাড়া, ভাটিকয়া এবং শাড়িরভিটাসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে শুঁটকির চাতাল। মৎস্যজীবীরা গাজনার বিলসহ অন্যান্য বিল থেকে পুঁটি মাছ ধরামাত্রা এক শ্রেণির শুঁটকি মাছ ব্যবসায়ী তাদের কাছ থেকে চড়াদামে কিনে ওই সকল চাতালে নিয়ে যায়। ফলে হাটবাজারে পুঁটি মাছ পাওয়া যাচ্ছে না।

উপজেলার হাটখালী গ্রামের আব্দুস সালাম বলেন, বৃহত্তর গাজনার বিলসহ আশপাশের বিভিন্ন বিলে প্রচুর পরিমাণে পুঁটি মাছ আছে। স্থানীয় মৎস্যজীবীদের জালে প্রতিদিন শত শত মণ পুঁটি মাছ ধরা পড়ছে। কিন্তু ওই মাছ হাটবাজারে উঠছে না। হাটবাজারে যাওয়ার আগেই শুঁটকি ব্যবসায়ীরা বিল থেকে পুঁটি মাছ কিনে সরাসরি শুঁটকির চাতালে নিয়ে যাচ্ছে।

গাজনার বিলপাড়ের দুলাই গ্রামের আব্দুর রশিদ বলেন, বর্ষা মৌসুম শেষ হয়ে শুষ্ক মৌসুম এলেও হাট-বাজারে পুঁটি মাছের তেমন দেখা নাই। অথচ গাজনার বিলসহ আশপাশের ৭/৮টি বিলে পর্যাপ্ত পুঁটি ধরা পড়ছে। কিন্তু শুঁটকি ব্যবসায়ীরা বিল থেকে পুঁটি মাছ কিনে নিয়ে যাওয়ায় আমরা হাটবাজারে পুঁটি মাছ পাচ্ছি না।

আরও পড়ুন

উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন, উপজেলার খাল-বিলে প্রচুর পুঁটি মাছ আছে। কিন্তু শুঁটকি ব্যবসায়ীদের কারণে হাট-বাজারে পুঁটি মাছের আমদানি কম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যা

দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় পথচারী নিহত

নারায়ণগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আগামী ২৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘এ’ গ্রেডে ছাড়পত্র প্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘ভয়াল’

জয়পুরহাটে কাশিয়াবাড়ি কালী মন্দিরে চুরি

ফেনীতে ১১৫ বোতল বিদেশী মদসহ আটক ১