ভিডিও বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

শাকিবের সঙ্গে কাজ করতে চান ‘মিঠাই’র সৌমিতৃষা

শাকিবের সঙ্গে কাজ করতে চান ‘মিঠাই’র সৌমিতৃষা, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : নায়ক শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিষেক হয় কলকাতার সিরিয়ালের নায়িকা ইধিকা পাল। আগামী ১৫ নভেম্বর শাকিব খানের নতুন ছবি ‘দরদ’ মুক্তি পাচ্ছে। এই ছবিতে থাকছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। যিনি একেবারেই আড়ালে চলে গিয়েছিলেন। দরদ ছবির মাধ্যমে ফের ক্যারিয়ারে প্রাণ ফিরেছে তার। এবার শাকিব খানের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করলেন  কলকাতার সিরিয়াল ‘মিঠাই’ সিরিয়ালের সৌমিতৃষা কুণ্ডু।

গত সোমবার রাতে এসকে ফিল্মের কারণে সেজেছিল কলকাতা। শহরের এক সাত তারকা হোটেলে বসেছিল চাঁদের হাট। যেখানে অংশ নিতে বরবাদের শুটিং ছেড়ে মুম্বাই থেকে কলকাতা উড়ে আসেন শাকিব খানও। উপলক্ষ্য ছিল, এসকে মুভিজের একসঙ্গে ১৮টি সিনেমা ঘোষণার অনুষ্ঠানে অংশ নেওয়া। এই আয়োজনে শাকিবের পাশে পাওয়া গেল সৌমিতৃষাকে। কালো স্লিভলেস টপ, শিমারি জ্যাকেট আর শর্টসে নিজেকে মেলে ধরলেন মিঠাইরানি। শাকিবের সঙ্গে বেশ খানিকটা সময় কাটান তিনি। হয় কথাও। এরপর থেকেই মুগ্ধতা কাটছে না এই অভিনেত্রীর। 

আরও পড়ুন

আনন্দবাজার অনলাইনকে সৌমিতৃষা বলেন, একঝলকেই তাকে চিনতে পেরেছেন শাকিব। বেশ কিছুক্ষণ কথা হয় তাদের। সৌমিতৃষার ভাষ্য, ‘খুব বেশিক্ষণ না হলেও, যেটুকু কথা হলো-বুঝলাম মানুষটা ভীষণ মাটির কাছাকাছি। ঠিক যেমন এখানকার দেবদা অথবা জিৎদা। আসলে বড় তারকা যারা হন, তারা বোধ হয় এতটাই অমায়িক হয়ে থাকেন।’ আলাদা করে পরিচয় দিতে হয়নি, নিজে থেকেই কথা বলেছেন শাকিব, জানালেন অভিনেত্রী। তার সঙ্গে কাজ করার খুব ইচ্ছা সৌমিতৃষার। তবে অল্প  সময়ের  আলাপে কাজ নিয়ে কোনো কথাবার্তা এগোয়নি। সৌমিতৃষার সংযোজন, ‘আমি শাকিব খান থেকে শাহরুখ খান, সবার সঙ্গে কাজ করতে চাই। তাদের সঙ্গে কাজ করতে পারা তো জীবনের এক একটা অভিজ্ঞতা।’

সৌমিতৃষা টিভি সিরিয়াল ও সিনেমায় অভিনয় করে বাংলাদেশের দর্শকের কাছেও পরিচিত মুখ হয়ে উঠেছেন। ‘মিঠাই’ ধারাবাহিকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এ ছাড়া দেবের বিপরীতে তাকে দেখা গেছে ‘প্রধান’ সিনেমায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীবাহি বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা; নিহত ২

ঝালকাঠিতে কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ বাছাই : ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

আন্দোলনে গুলিবিদ্ধ সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীর মৃত্যু

খেজুরের আমদানি শুল্ক ও অগ্রিম কর কমানোর প্রস্তাব ট্যারিফ কমিশনের