বরযাত্রীর গাড়ি নদীতে পড়ে বর-কনেসহ নিহত ২৬
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে একটি বরযাত্রীবাহী বাস ইন্দুস নদীতে পড়ে ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বর এবং কনেও রয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১টার দিকে তেলচি সেতুর ওপর দ্রুতগতিতে চলমান বাসটি ছিটকে নদীতে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটিতে দুই ডজনের মতো যাত্রী ছিলেন। তারা একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থল থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর বাসের আরোহীদের মধ্যে কেবল কনে বেঁচে ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানেই মারা যান। এ ঘটনায় আরও ১২ জন নিখোঁজ রয়েছেন। তবে প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ার কারণে তাদেরও মৃত বলে ধরে নিয়েছেন কর্মকর্তারা। যদিও তাদের দেহ উদ্ধারের চেষ্টা চলছে।জিও নিউজ জানিয়েছে, বাসটি পাঞ্জাব প্রদেশের চকওয়াল শহরের দিকে যাচ্ছিল। দ্রুতগামী এই বাসটি ডায়ামার জেলার তেলচি সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। সূত্র: আল-জাজিরা, ডন
আরও পড়ুনমন্তব্য করুন