জয়পুরহাটের ক্ষেতলালে জমি দখল করা নিয়ে সংঘর্ষ, আহত ৪ গ্রেপ্তার ৪
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : পূর্বের শত্রুতার জের ধরে জমি দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ চার জন আহত হয়েছে। আহতদের মধ্যে আব্দুস সামাদ (৬০)কে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তানভীর মন্ডল বাদি হয়ে ১৪ জনকে আসামী করে ক্ষেতলাল থানায় মামলা করেছে।
জানা গেছে, ক্ষেতলাল পৌর এলাকায় ক্ষেতলাল মৌজায় ৩৪ শতক জমি দখল করাকে কেন্দ্র করে গত বুধবার সকালে ধনকুড়াইল মহল্লার খলিলুর রহমান কাজী পরিবারের সাথে পৌর মালিপাড়া মহল্লার আব্দুস সামাদ ও তার ছেলে এরশাদুলের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন ওই জমিতে উভয় পক্ষ ফসল ফলানোর উদ্দেশ্যে হাল চাষ করতে যায়।
এ সময় উভয় পক্ষের লোকজনের সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে নারীসহ চার জন আহত হয়। আহতরা হলেন আব্দুস সামাদ (৬০) এরশাদুল মন্ডল (৪৫) আকলিমা বেগম (৩৬) এবং নাহিদা আক্তার (২২) । আহতদের মধ্যে আব্দুস সামাদ (৬০)কে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, জমি দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।
মন্তব্য করুন