হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান কারাগারে
আওয়ামী লীগের আলোচিত নেতা হাজী সেলিমের ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। চকবাজার থানার একটি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। কিন্তু মামলার মূল নথি আদালতে না থাকায় রিমান্ড শুনানির তারিখ পেছানো হয়।
এর আগে বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে চকবাজার থানা-পুলিশ। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, সোলায়মান সেলিম চকবাজার থানার একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি। তিনি গুলশানে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া একটায় চকবাজার থানা পুলিশ সোলায়মান সেলিমকে গ্রেফতার করে।জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। তিনি হাজী সেলিমের বড় ছেলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর হাজী সেলিমও গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
আরও পড়ুনএদিকে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। মিরপুর মডেল থানার শিক্ষার্থী নাহিদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।এছাড়া যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে ২ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন