ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

তরুণীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ, যুবদল নেতা গ্রেফতার

তরুণীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ, যুবদল নেতা গ্রেফতার

তরুণীকে জিম্মি করে রেখে রাতভর ধর্ষণের ঘটনায় বরিশালে যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) ২৫ নং ওয়ার্ড রূপাতলী এলাকা থেকে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে। এসময়ে জিম্মি তরুণীকে উদ্ধার করা হয়েছে। 
 
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। 
 
গ্রেফতার ইরমান আলী শোভন রূপাতলি নতুন আবাসিক এলাকার মৃত ইউসুব আলীর ছেলে। শোভন ২৫নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী।  
 
ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার বন্ধুর সাথে রূপাতলী ঘুরতে আসেন কাউনিয়া এলাকার এক তরুণী। তাদের দুজনকে রূপাতলী থেকে জিম্মি করে যুবদল নেতা শোভন ও তার সহযোগীরা। সেখান থেকে নিয়ে শোভনের একটি বিশেষ কক্ষে আটকে রেখে রাতভর ধর্ষণ চালায় তরুণীকে। এসময়ে তরুণীর বন্ধুকে আরেকটি রুমে আটকে তার মোটরসাইকেল ও মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। এসময়ে সজলকেও বেধড়ক পেটায় শোভনের চারজন সহযোগী। গতকাল (বুধবার) সকালে মুক্তিপণের টাকা ম্যানেজ করার কথা বলে বেরিয়ে কোতোয়ালি থানায় গিয়ে বিস্তারিত জানালে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবদল নেতাকে গ্রেফতার করে।
 
মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়েও অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তাদের গ্রেফতারেও পুলিশি অভিযান অব্যাহত আছে। 
 
তিনি বলেন, ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তার ডাক্তারি পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার