বাঁশঝাড়ে পড়ে ছিল অজ্ঞাত নারীর লাশ

নরসিংদীর শিবপুরে বাঁশঝাড় থেকে অজ্ঞাত (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের সৃষ্টিগড় মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলামের বাঁশঝাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাতের কোনো এক সময় ওই নারীকে হত্যা করে তার লাশ বাঁশঝাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালে স্থানীয়রা বাঁশঝাড়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) মাসুদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুনএসআই মাসুদ জানান, ধারণা করা হচ্ছে যে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের দু’হাতের আঙুল এবং মুখমণ্ডল ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলেছে হত্যাকারীরা।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন