ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

এবার ‘চ্যাটজিপিটি প্রো’ এল গবেষকদের জন্য

এবার ‘চ্যাটজিপিটি প্রো’ এল গবেষকদের জন্য

চ্যাটজিপিটি’র ছোঁয়ায় প্রযুক্তি বিশ্ব যেভাবে এআই-মুখী হয়েছে, এবং প্রতিনিয়ত হচ্ছে, তাতে করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উন্নত ব্যবহার যে সামনের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে সেটা বেশ অনুমান করা যায়। এআই-এর উন্নত ব্যবহারের বেশ কিছু দৃষ্টান্ত ইতোমধ্যেই আমরা দেখতে শুরু করেছি। এই প্রেক্ষাপটে এআই গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই এবার গবেষকদের জন্য নিয়ে এল ‘চ্যাটজিপিটি প্রো’।

‘চ্যাটজিপিটি প্রো’ মূলত ইঞ্জিনিয়ারিং ও গবেষণা কর্মের জন্য বিশেষভাবে সহায়ক। তবে চ্যাটজিপিটি’র এই সাবসক্রিপশন মডেলটির খরচ অনেকটাই বেশি। প্রত্যেক ব্যবহারকারীকে প্রতি মাসে ২০০ ডলার গুণতে হবে চ্যাটজিপিটি প্রো ব্যবহার করতে হলে। তবে এর বিনিময়ে ওপেনএআই-এর চ্যাটবট প্ল্যাটফর্মের সকল মডেলগুলো অ্যাক্সেস করতে পারবেন ব্যবহারকারী, যার মধ্যে ০১ মডেলটিও রয়েছে।

অন্যান্য এআই মডেলগুলোর তুলনায় ০১ মডেলটির বিশেষত্ব হচ্ছে এর ‘রিজনিং’ বা যুক্তি প্রয়োগের সক্ষমতা। ০১ এর মতো ‘রিজনিং’ মডেলগুলো নিজেই নিজের কাজ মূল্যায়ন করতে সক্ষম। ফলে এদের দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। জটিল ও দীর্ঘ একটি কাজকে ছোট ছোট কাজে ভাগ করে সেগুলোকে যুক্তি দিয়ে ধাপে ধাপে সম্পন্ন করে থাকে ০১ এর মতো রিজনিং মডেলগুলো।

আরও পড়ুন

এতে করে সময় কিছুটা বেশি লাগলেও ভুল হওয়ার সম্ভাবনা যেমন কমে যায়, তেমনি ধাপে ধাপে করার ফলে ভুল চিহ্নিত করে নিজেই নিজের সংশোধনও করতে সক্ষম এই উন্নত এআই মডেলগুলো। পাশাপাশি গণিত, প্রোগ্রামিং ও অ্যাডভান্সড রাইটিং এর মতো কাজ এই মডেলগুলো আরও কার্যকর ও দক্ষতার সাথে করতে সক্ষম। তবে যেমনটা আগেই উল্লেখ করা হয়েছে, সাধারণ এআই মডেলের তুলনায় ০১ মডেল জটিল কোনো কিছু জেনারেট করতে কিছুটা সময় বেশি নিয়ে থাকে।

প্রকৌশলী ও গবেষকদের জন্য ‘চ্যাটজিপিটি প্রো’ নিয়ে এলেও, সাধারণ ব্যবহারকারীদের জন্য অন্যান্য সাবক্রিপশন মডেলগুলো- চ্যাটজিপিটি প্লাস, টিম ও এন্টারপ্রাইজ- আগের মতোই অব্যাহত রেখেছে ওপেনএআই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা