বগুড়ার সোনাতলায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মিনহাজুল ইসলাম (৪৭)কে গ্রেপ্তার করে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বালুয়া ইউনিয়নের কুশারঘোপ গ্রাম থেকে মিনহাজুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে।
আরও পড়ুনএ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, মিনহাজুল একজন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন