দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হলে শিল্পায়নের কোন বিকল্প নেই
বগুড়ায় নতুন শিল্পপার্কের অনুমোদন : ডিসি
স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সামনে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করো হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, বগুড়া পৌরসভার সাবেক মেয়র মো. রেজাউল করিম বাদশা, বিসিকের পরিচালক অধ্যক্ষ মীর শাহে আলম, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাইরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যদি দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চাই তবে শিল্পায়নের কোন বিকল্প নেই। উত্তরাঞ্চলের গেটওয়ে বগুড়া শিল্পের দিক থেকে পিছিয়ে আছে। এখানকার ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ মানুষকে জেলার উন্নয়নে এগিয়ে আসতে হবে।
ইতোমধ্যে বগুড়ায় তিনটি শিল্প পার্কের অনুমোদন করা হয়েছে। বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা এখন সময়ের দাবি। বগুড়ার রেললাইন এবং বিমান বন্দরের বগুড়ার মানুষের দীর্ঘদিনের যে দাবি সে ব্যাপারে কাজ চলছে। তিনি মেলা সম্পর্কে আরও বলেন এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে উদ্যোক্তাদের পণ্য উৎপাদন, প্রচার এবং প্রসার হয়।
আরও পড়ুনএছাড়াও তাদের বিপণনটা সহজ হয়। মেলার নামে যেন কোন রকম লটারী এবং অন্যকোন অরাজকতা না হয় সেজন্য তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবসময় সজাগ থাকতে বলেছেন। বিশেষ অতিথি পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, বৃহৎ যে শিল্প তা সবগুলোয় ঢাকা এবং চট্রগ্রাম কেন্দ্রিক।
বিসিক কেন্দ্রীক যে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প আছে তাদের অন্যতম হলো বগুড়া। বিশেষ করে ফাউন্ড্রি শিল্প। বগুড়া প্রাচীন সভ্যতার পীঠভূমি। এ জেলার রয়েছে সুপ্রাচীন ইতিহাস। এক সময় এটা পুন্ড্রনগরের রাজধানী ছিল। সেই জেলার উন্নয়ন হবেই।
জেলায় নতুন নতুন শিল্পপার্কের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরী হবে এবং মানুসের কর্মসংস্তান বাড়বে। এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। বিসিক মেলা সম্পর্কে তিনি বলেন এ মেলায় পরিবার নিয়ে আসতে পারবেন প্রতিটি মানুষ। আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে ১০দিনব্যাপী অনুষ্ঠিত এই উদ্যোক্তা মেলা শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর। মেলায় বগুড়া-ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা ৭৫টি স্টল দিয়েছে।
মন্তব্য করুন