ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বরগুনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, নিহত ১

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় পতিত হয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়।

বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে সুরভি পরিবহন নামের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস দুর্ঘটনায় রিমা আক্তার (৪১) নামে এক নারী নিহত হয়েছেন। বাসটি ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় পতিত হয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। 

আজ রবিবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের তুলার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছে। বাকি দুইজন গাড়ির চালক এবং হেলপার। আহত সকলকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিহত নারীর নাম রিমা আক্তার (৪১)। তার বাড়ি যশোর জেলায়। স্বামী একটি গার্মেন্টসে চাকরি করার সুবাদে ঢাকার সাভারে পরিবারসহ বসবাস করতেন। তিনি তার স্বামী ও শিশুদের নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে যাচ্ছিল।

নিহত নারীর স্বামী মো. মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনার সময় তারা ঘুমে ছিলেন। হঠাৎ ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেলে দেখেন বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনাটায় তার স্ত্রী নিহত হলেও আড়াই বছরের ছেলে রাইয়ান এবং ৬ বছরের মেয়ে মালিহা মারাত্মকভাবে আহত হয়েছে।

আরও পড়ুন

 

স্ত্রীর মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে শিশুদের নিয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। দুর্ঘটনায় অন্য আহতরা হলেন মা ও মেয়ে আকলিমা (৪৭) এবং সানজিদা (২৩)। এছাড়া হেলপার রাজু (২৪) এবং চালক।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. হানিফ জানান, ভোর রাতে কুয়াকাটাগামী সুরভী পরিবহন দুর্ঘটনার শিকার হয়েছে। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। একজন নারী মারা গেছেন।

 

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, গাড়িটি আটক করা হয়েছে  পরিবারের আবেদনের কারণে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা