ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরায় সাড়ে ১০ কেজি ভারতীয় গহনাসহ আটক ২

সাতক্ষীরায় সাড়ে ১০ কেজি ভারতীয় গহনাসহ আটক ২

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে সাড়ে ১০ কেজি ভারতীয় রুপার গহনা ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বার) সকালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মোঃ জাহাঙ্গীর মন্ডলের ছেলে মোঃ জাকির মন্ডল (২৮) ও একই উপজেলার সাহাপুর গ্রামের আব্দুস সাত্তরের ছেলে মোঃ তামিম হোসেন (১৭)।

আরও পড়ুন

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.আশরাফুল হক জানান, তলুইগাছা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে রুপার গহনা পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির নায়েক সুবেদার মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল তলুইগাছা সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় সেখানে মোটরসাইকেল আরোহী দুই যুবক সন্দেহজনক ভাবে চলাফেরা করার সময় তাদের আভিযানিকদল চ্যালেঞ্জ করে। পরবর্তীতে তার মোটরসাইকেল তল্লাশী করে সিট কভারের নিচে ফিটিং ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় প্রায় সাড়ে ১০ কেজি ভারতীয় রুপার গহনা জব্দসহ তাদের আটক করে বিজিবির সদস্যরা। জব্দকৃত রুপার গহনাসহ মোটরসাইকেলের বাজার মূল্য ২৪ লাখ ৬ হাজার টাকা।

তিনি আরও জানান, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে রুপার গহনা গুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা

‘আশ্বস্ত করছি বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না’