বরগুনায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
বরগুনার পাথরঘাটায় ২২৯ পিস ইয়াবাসহ শিপন দাসকে (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে ইয়াবাসহ মাদক কারবারি শিপন দাসকে আটকের বিষয় জানায় কোস্টগার্ড।
জানা যায়, শুক্রবার সকাল পৌঁনে এগারোটার দিকে পাথরঘাটা শহরের গোল চত্বর সংলগ্ন ১ নম্বর ওয়ার্ডে শিপন দাসের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২২৯ পিস ইয়াবা, নগদ ১৪৪০ টাকা ও ০২টি মোবাইলসহ তাকে আটক করা হয়। পরে আটক ইয়াবা কারবারিকে জব্দকৃত সকল আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পাথরঘাটা বাজারের একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দোকানের মালিক শিপন দাসকে তল্লাশি করে কোস্টগার্ডের সদস্যরা। এসময় তার কাছ থেকে মাদক, নগদ অর্থ ও মোবাইল উদ্ধার করে তাকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন