ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বগুড়ার কলোনীতে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই

বগুড়ার কলোনীতে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই, ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের কলোনী বটতলায় দিনের বেলায় তারেক (৪০) নামের এক বেসরকারী চাকরিজীবীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

আহত তারেক বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার আলী আজমের ছেলে এবং কলোনী এলাকায় মালিয়া এন্টারপ্রাইজ (যমুনা গ্যাস এর ডিস্ট্রিবিউটর) এর ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তারেক সকালে নিজ বাসা হতে টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হলে উল্লেখিত স্থানে দুষ্কৃতিকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১০ লক্ষ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তারেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শজিমেক হাসপাতলে নিয়ে যায়।

আরও পড়ুন

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দীন বলেন, ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা