ভিডিও বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ২

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ২, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় সিরিয়ায় দুই আইএস সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিরিয়ার দেইর আজ জাওর প্রদেশে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। খবর : রয়টার্স 

সেন্টকম জানিয়েছে, আইএস সদস্যরা অস্ত্রভর্তি একটি ট্রাক দেইর আজ জাওর প্রদেশে স্থানান্তর করছিল। ওই এলাকাটি আগে সিরিয়ার সরকার এবং রুশ বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। এ সময় তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এর আগে সেন্টকম কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেছিলেন, আইএস সিরিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক থাকা ৮ হাজারের বেশি সদস্যকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে। এ কারণে সিরিয়ায় মার্কিন হামলা বেড়েছে।

আরও পড়ুন

বর্তমানে সিরিয়ায় মার্কিন সেনার মোতায়নও বাড়ানো হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আসাদ সরকারের পতনের আগেই সিরিয়ায় প্রায় ৯০০ সেনা অবস্থান করছিল। পরে তাদের সঙ্গে আরও ১১০০ সেনাকে স্বল্প মেয়াদে মোতায়েন করা হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চেতনানাশক দিয়ে নিস্তেজ করা হয়েছিলো সবাইকে

ভারতে ১৮ বাংলাদেশি গ্রেফতার

শুভ বড়দিন আজ

দিনাজপুরে তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস