থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় রাজধানীর দুই স্থানে আগুন
থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় রাজধানীর মিরপুর ও ধানমন্ডিতে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। মিরপুরে ডাস্টবিনের ময়লায় ও মোহাম্মদপুরে একটি দোকানে আগুন লাগে বলে জানা যায়।
বুধবার (১ জানুয়ারি) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, বুধবার প্রথম প্রহরে (রাত ১২টা ৩৭ মিনিটে) মিরপুর ১১ নম্বর এলাকায় একটি ডাস্টবিনের ময়লাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। তবে রাজধানীর ধানমন্ডি ল্যাবএইডের পেছনে একটি দোকানে আগুন নেভাতে দুটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে।
প্রাথমিকভাবে এ দুটি আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।
মন্তব্য করুন