ভিডিও শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

মৃত্যুদণ্ড বিলুপ্ত করলো জিম্বাবুয়ে

মৃত্যুদণ্ড বিলুপ্ত করলো জিম্বাবুয়ে, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করে একটি আইনের অনুমোদন দিয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া। নতুন আইনটি অবিলম্বে কার্যকর হবে।

জিম্বাবুয়ে সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক অধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বলা হয়েছে, আফ্রিকার ওই অঞ্চলে দীর্ঘদিনের মৃত্যুদণ্ডবিরোধী আন্দোলনে আশার আলো দেখাবে এই সিদ্ধান্ত। তবে জিম্বাবুয়ের নতুন আইনে বলা হয়েছে, দেশে জরুরি অবস্থা জারি থাকার সময় প্রয়োজনে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এই বিধান নিয়ে উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 

ডিসেম্বরের শুরুর দিকে জিম্বাবুয়ের পার্লামেন্ট ভোটাভুটির পর মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্তির পক্ষে অবস্থান নেয়। এরপর প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া নতুন আইনটি অনুমোদন দিলেন। দেশটিতে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনামলে মৃত্যুদণ্ডের বিধান চালু করা হয়েছিল। সর্বশেষ ২০০৫ সালে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল জিম্বাবুয়ে। কিন্তু দেশটির আদালত হত্যার মতো গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া চালু রেখেছে। 

আরও পড়ুন

বিধান বিলুপ্তির বিষয়ে জিম্বাবুয়ের বিচারমন্ত্রী জিয়াম্বি জিয়াম্বি বলেন, মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা আইনি সংস্কারের চেয়েও বেশি কিছু। এটা ন্যায়বিচার আর মানবতার প্রতি আমাদের অঙ্গীকারের একটি বিবৃতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আউট না হয়ে ৫৪২ রানের বিশ্ব রেকর্ড

জবি মাদকবিরোধী ফোরামের সভাপতি অমৃত, সাধারণ সম্পাদক জীবন

আইসিইউতে অভিনেতা মুশফিক ফারহান

তিব্বতে চীনের বাঁধ নির্মাণের প্রস্তাবে উদ্বেগ ভারত

লিভারপুলে এটাই শেষ বছর সালাহর!

বিদায় বেলা ইরানে হামলার প্রস্তুতি বাইডেনের