‘রাজকুমার’ নিয়ে এলো ন্যান্সিকন্যা রোদেলা
বিনোদন ডেস্ক : দেশখ্যাত কণ্ঠশিল্পী ন্যান্সির পথেই তার মেয়ে রোদেলা। রোদেলা যখন ষষ্ঠ শ্রেণিতে পড়েন, তখনই তার গানে অভিষেক হয়। এরইমধ্যে সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে ‘হোক বদনাম’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন রোদেলা।
নতুন বছরের শুরুতেই শব্দ কারিগরের ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো তার নতুন গান ‘রাজকুমার’। রাজু চৌধুরীর কথায় এহসান রাহীর সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। গানটি নিয়ে রোদেলা বেশ উচ্ছ্বাসিত। গানটি নিয়ে তিনি বলেন, ‘নতুন বছরের শুরুতেই গানটি প্রকাশ করতে পেরে ভালো লাগছে। একদিকে নতুন বছর, অন্যদিকে নতুন গান; তাই আনন্দ একটু বেশি। তবে শ্রোতারা যদি গানটি ভালোভাবে গ্রহণ করেন, তবে আমার আনন্দ পূর্ণতা
আরও পড়ুনমন্তব্য করুন