ভিডিও বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের পক্ষে লড়বেন ব্যারিস্টার রাজ্জাক

মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের পক্ষে লড়বেন ব্যারিস্টার রাজ্জাক, ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায়  জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি আগামী ২৩ জানুয়ারি। রিভিউ শুনানিতে এটিএম আজহারুলের পক্ষে আপিল বিভাগে আইনি লড়াই করবেন প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আবদুর রাজ্জাক। জামায়াত নেতার আইনজীবী প্যানেলে আরও থাকবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার নাজিব মোমেন।শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে শুরু থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। একই বছরের ১৭ ডিসেম্বর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইংল্যান্ডে চলে যান। শেখ হাসিনার পতনের পর সম্প্রতি তিনি দেশে ফিরে এসে আইনপেশা শুরু করেছেন এ জ্যেষ্ঠ আইনজীবী।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।২০১৯ সালের ২৩ অক্টোবর  মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায়  দেন। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম।মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে ১২৫৬ ব্যক্তিকে গণহত্যা-হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং শতশত বাড়ি-ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এটিএম আজহারের বিরুদ্ধে। এসব অভিযোগের মধ্যে ১ নম্বর বাদে বাকি পাঁচটি অভিযোগে তাকে  ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন। যদিও এটাকে প্রহসনের রায় বলে আখ্যায়িত করে আসছে জামায়াতে ইসলামী।

আরও পড়ুন

২০১৫ সালের ২৮ জানুয়ারি ১১৩ যুক্তিতে জামায়াত নেতা আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৯০ পৃষ্ঠার মূল আপিলসহ ২৩৪০ পৃষ্ঠার আপিল দাখিল করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভারত সীমান্তে পাওয়া বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের নির্দেশ প্রধান উপদেষ্টার

কাপাসিয়ায় ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ২

বগুড়ায় সাবেক কাউন্সিলর বিএনপি নেতা সাজু’কে পিটিয়ে হাত ও পা বেঁধে দোকানে লুট

রূপগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার