ভিডিও শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

কক্সবাজার সৈকতে খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিতে নিহত

কক্সবাজার সমুদ্রসৈকতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রব্বানী টিপুকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
বৃহস্পতিবার রাত ৮টার দিকে সৈকতের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত টিপু খুলনার দৌলতপুরের গোলাম আকবরের ছেলে এবং খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে টিপু সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে কাঠের তৈরি সেতুর পাশে হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়। 
নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশা চালক আব্দুস সালাম বাবু বলেন, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে গুলি ছুড়েছে দেখতে পাইনি। তখন সামনে এক ব্যক্তিকে মাটিতে ঢলে পড়তে দেখি। তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে নিজের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে যাওয়ার পর পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। 
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, ঘটনার পরপরই অপরাধীদের ধরতে পুলিশের কয়েকটি দল অভিযান শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানা থেকে পালানো ওসিকে ধরতে অভিযানে সেনাবাহিনী-পুলিশ-র‌্যাব

এবার ডাইনি রূপে ধরা দিলেন জয়া আহসান!

লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ে বাইডেনকে দুষলেন ট্রাম্প

ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করছেন ট্রাম্প, অভিযোগ জার্মানির

১০ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ

যেভাবে রাঁধবেন হাঁসের মাংসে বাউ