ভিডিও মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

সরকারি প্রণোদনার বীজ ও সারসহ কৃষি কর্মকর্তা আটক

সরকারি প্রণোদনার বীজ ও সারসহ কৃষি কর্মকর্তা আটক। প্রতীকী ছবি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে সবজি বাগানের সরকারি প্রণোদনার বীজ ও সার দোকানে বিক্রির সময় এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনগণ। গতকাল রোববার দুপুরে উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ বাজারের মেসার্স ইকবাল ট্রেডার্স নামের এক কীটনাশকের দোকানে বিক্রিকালে তাকে আটক করা হয়। অভিযুক্ত ওই উপ-সহকারী কৃষি অফিসারের নাম আতোয়ার রহমান।

তিনি রমনা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, গতকাল রোববার সকালে উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনার বীজ ও সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

ওদিন দুপুরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার রহমান বিভিন্ন কৃষকের নামের প্রণোদনার পাঁচ প্যাকেট বীজ ও ১২০ কেজি সার উত্তোলন করে জোড়গাছ বাজারের মেসার্স ইকবাল ট্রেডার্স নামের এক কীটনাশকের দোকানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান। এসময় স্থানীয় জনতা বিষয়টি বুঝতে পেরে বীজ ও সারসহ ওই কর্মকর্তাকে আটক করেন। পরে স্থানীয় জনতা উপজেলা কৃষি অফিসারকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে যান এবং বিষয়টি সুরাহান চেষ্টা করেন।

এসময় উপস্থিত স্থানীয় মাহমুদুল হাসান বাবু, লুৎফুর রহমান লিপ্টন, আবু সাইদ হোসেন পাখি, আবু হানিফা সাদ্দামসহ বেশ কয়েকজন জানান, দুপুরে কৃষি অফিস থেকে অটোরিকশাতে করে সার ও বীজ বিক্রির জন্য এই দোকানে নিয় আসেন ওই কর্মকর্তা। পরে আমরা বিষয়টি বুঝতে পেরে দোকানেই তাকে আটক করি।

আরও পড়ুন

দোকানী ফারুক ইসলাম বলেন, আমার সারের দোকান ওই কৃষি কর্মকর্তা সার এবং বীজ নিয়ে আসেন। বিক্রির উদ্দেশ্যে এনেছেন কিনা এমন প্রশ্নে দোকানদার বলেন, যেহেতু দোকানে নিয়ে এসেছে তাহলে অবশ্যই বিক্রির জন্য। অভিযুক্ত কৃষি কর্মকর্তা আতোয়ার রহমান বলেন, পুষ্টি বাগানের বীজ ও সার কৃষকরা তুলে এনে দোকানে রেখেছেন তারা আগামীকাল নিয়ে যাবেন।

উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। শুনেছি নদী ওপারের কৃষকের বীজ ও সার তুলে তিনি দোকানে রেখেছেন, পরে কৃষক এসে নিয়ে যাবেন। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীর চরাঞ্চলের বেগুন যাচ্ছে দেশের সর্বত্র

সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল আছে

খালাস পেলেন সাবেক সংসদ সদস্য অভি

ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

 যশোরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২