ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডিভোর্স দিয়ে একাধিক প্রেমে মজেন কুমার শানু

৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডিভোর্স দিয়ে একাধিক প্রেমে মজেন কুমার শানু, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় গায়ক কুমার শানু। তবে ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। সম্প্রতি এক অভিনেত্রীর সাক্ষাৎকারে তার দাম্পত্য ও প্রেমজীবন নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 

এক সাক্ষাৎকারে অভিনেত্রী কুনিকা সদানন্দ দাবি করেছেন, প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কুমার শানুর। শুধু তাই নয়, জানা যায় গায়কের প্রথম স্ত্রী রিতা ভট্টাচার্য সেইসময় ছিলেন ৬ মাসের অন্তঃসত্ত্বা। বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানার পর ওই অবস্থাতেই বিচ্ছেদ ঘটে তাদের। ৮০-এর দশকের মাঝামাঝি সময়ে রিতা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন কুমার শানু। তাদের সংসারে তিন সন্তান হয়-জেসি, জিকো ও জান। কিন্তু সংসার জীবনে সুখি ছিলেন না শানু। এমনকি একবার নাকি জানালা থেকে লাফ দিয়ে আত্মহত্যারও চেষ্টা করেছেন তিনি। একসময় আলাদা থাকতে শুরু করেন কুমার শানু। সে সময় কুনিকা সদানন্দের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। কুনিকা সন্দানন্দ দাবি করেন, তিনি প্রায় পাঁচ বছর কুমার শানুর সঙ্গে স্বামী-স্ত্রীর মতো থেকেছেন। রিতার সঙ্গে বিচ্ছেদের পর কুমার শানুর ওপর ক্ষিপ্ত ছিলেন তিনি। কারণ শানু নাকি বাচ্চাদের ভরণপোষণ ঠিকঠাকমতো দিতেন না। সেই ক্ষোভে শানুর প্রথম স্ত্রীও রিতা একবার হকিস্টিক দিয়ে তার (কুনিকা) গাড়ি ভাঙচুর করে।এর আগে রিয়েলিটি শো বিগ বসে এসে কুমার শানুর ছেলে জানকে বলতে শোনা গিয়েছিল, ‘আমার জন্য, আমার মা সব দায়িত্ব পালন করেছেন। আমার মা যখন আমাকে নিয়ে ৬ মাসের গর্ভবতী ছিলেন, তখন আমার বাবা-মা আলাদা হয়ে যান, তাই আমি শৈশব থেকেই কেবল মায়ের সঙ্গেই বড় হয়েছি’।

আরও পড়ুন

মীনাক্ষী শেশাদ্রির সঙ্গেও প্রেমের সম্পর্ক হয় কুমার শানুর। গায়কের সেক্রেটারি একবার নিশ্চিত করেন, ‘কুমার শানুর অনেক 'গার্লফ্রেন্ড' আছে। তবে আপাতত তিনি জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেশাদ্রির সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে জবির ১১ রোভার

জয়পুরহাটের আক্কেলপুরে ১০ হাজার বস্তায় আদা চাষ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিভিন্ন বালুমহলায় অভিযান, সরঞ্জাম জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্য বৃদ্ধি করেছে ভূরুঙ্গা মাছের ফোয়ারা

নিত্যদিন নৌকায় যেন সাগর পাড়ি

বগুড়ার পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সুপারকে বদলি