ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

৫০০ টাকার দ্বন্দ্বে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন

৫০০ টাকার দ্বন্দ্বে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জুয়ার ৫০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ইসরাফিল মিয়া (১৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে।গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল (১৮) ওই গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

আজ বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার পর থেকে ঘাতক ফুফাতো ভাই বাবু মিয়া (৩৫) পলাতক রয়েছে। সে একই গ্রামের মজলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাফিলের অটো গ্যারেজে তার ফুফাতো ভাই বাবু মিয়া বিভিন্ন সময় অটোরিকশার মেরামত কাজ করাতো। মেরামত কাজের ৫০০ টাকা বাবুর কাছ থেকে পেত ইসরাফিল। কিন্তু তা পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার ঘাতক বাবু স্থানীয় গ্রাম্য মেলা উপলক্ষে ইসরাফিলের গ্যারেজের সামনে দোকান বসায়।

আরও পড়ুন

এ নিয়ে বাক-বিতণ্ডার একপর্যায়ে বাবু ইসরাফিলকে মারধর করে। পরে সে তার বাবাকে নিয়ে মারধরে বিষয়টি জানাতে ফুফুর বাড়িতে গেলে তাকে দেখে ক্ষুব্ধ হয় বাবু। একপর্যায়ে বাবু কাঠ দিয়ে ইসরাফিলের বুকে সজোরে আঘাতসহ ব্যাপক মারধর করে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘাতক বাবু মিয়াকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

বগুড়ার শেরপুরে যুবলীগ নেতা আবু রায়হান মোল্লাকে গ্রেপ্তার

প্রত্যাশিত সংস্কারের জন্য ছাব্বিশের জুন পর্যন্ত সময় প্রয়োজন: আইন উপদেষ্টা

এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

দুদককে গতিশীল করতে সংস্কার কমিশনের ৪৭ সুপারিশ