ভিডিও শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

‘নেইমারকে ছাড়া বিশ্বকাপ জেতা সম্ভব হবে না’

‘নেইমারকে ছাড়া বিশ্বকাপ জেতা সম্ভব হবে না’, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নেইমারকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল। এমনটাই বলেছেন দেশটির বিশ্বকাপজয়ী ফুটবলার রোমারিও। যদি নেইমার ফিট থাকেন এবং বিশ্বকাপের দলে জায়গা পান, তবেই কেবল বিশ্বকাপ জয়ের সুযোগ আছে সেলেসাওদের।

২০০২ সালে জার্মানিকে হারিয়ে সবশেষ বিশ্বকাপ ফুটবল জয় করেছিল ব্রাজিল। রিভালদো, রোনালদোদের মতো মহাতারকাদের নিয়ে পুরো দুনিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছিলো লুই ফিলিপ স্কলারির দল। এরপর কেটে গেছে ২৩ বছর। সোনালী যুগের সেনানীদের বিদায়ের পর আঁধার নেমে এসেছে ব্রাজিলের ফুটবলে। ২০১৪ সালে নিজেদের মাটিতে ভরাডুবির পর একে একে রাশিয়া, কাতার প্রতিটি আসরেই কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ঘন্টা বেজেছে সেলেসাওদের। ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো। এবার কী মিলবে কাঙ্ক্ষিত সাফল্য? হেক্সা শিরোপা জয়ের স্বপ্ন প্রতি আসরে দেখে এলেও সেটা শুধু স্বপ্নই থেকেছে, আলোর মুখ দেখেনি। এবার কী সে আশা পূরণ হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের? ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোমারিও আশাবাদী হলেও বেঁধে দিচ্ছেন শর্ত। তিনি মনে করেন, ফিট নেইমারকে ছাড়া ব্রাজিলের পক্ষে বিশ্বকাপ জয় করা সম্ভব নয়।

দীর্ঘদিন ধরেই ইনজুরির সঙ্গে লড়াই করে যাচ্ছেন নেইমার। তার ইনজুরি সেলেসাওদের মত ভোগাচ্ছে ক্লাব আল হিলালকেও। ইনজুরির সঙ্গে লড়াই করতে করতে হাপিয়ে উঠেছেন নেইমার। ক’দিন আগে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকা আভাস দেন ২০২৬ এর বিশ্বকাপই তার শেষ। রোমারিও বিশ্বাস করেন বিশ্বকাপ জিততে হলে নেইমারের ওপরই আস্থা রাখতে হবে ব্রাজিলিয়ানদের। নয়তো শিরোপার আশা অধরাই রয়ে যাবে তাদের, ১৯৬২ সালে ব্রাজিল বিশ্বকাপ জয় করেছিল গারিঞ্চাকে নিয়ে। ১৯৭০ সালে সেলেসাওদের কান্ডারী ছিলেন পেলে। ১৯৯৪ সালে আমরা উপহার দিয়েছি শিরোপা। ২০০২ সালে ব্রাজিল খেলেছিলো রোনালদোকে নিয়ে। ২০২৬ সালে যদি তারা নেইমারকে ছাড়া বিশ্বকাপে অংশ নেয় তবে শিরোপা জয় করা সম্ভব হবে না। তাই দলের জন্য নেইমারকে প্রয়োজন।’

আরও পড়ুন

দরিভাল জুনিয়রের অধীনেও ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে একটা সুখকর অবস্থায় নেই ব্রাজিল। কখনো জয়, আবার কখনো হার। ১২ ম্যাচ শেষে ৫ জয় আর ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ব্রাজিল। কনমেবল থেকে শীর্ষ ৬ দল পাবে সরাসরি অংশ নেয়ার সুযোগ। সপ্তম স্থানে থাকা দলকে খেলতে হবে কনকাকাফ প্লে অফ। নতুন বছরে ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে খেলবে ৬ ম্যাচ। ২০ মার্চ বছরের প্রথম ম্যাচে তাদের সামনে কলম্বিয়ার চ্যালেঞ্জ। ২৫ মার্চ বছরের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে লড়বে ব্রাজিল ও আর্জেন্টিনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলরেট ও ইন্টারনেট নিয়ে সুখবর

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

‘লাল সন্ত্রাস’ ঘোষণাকারী মেঘমোল্লার বসুকে গ্রেপ্তারের দাবি সমন্বয়ক মাহিনের

ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?

আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি