ভিডিও শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

আগামী মাসেই তিন দল নিয়ে মেয়েদের বিপিএল

আগামী মাসেই তিন দল নিয়ে মেয়েদের বিপিএল, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : অবশেষে তিন দল নিয়ে ফেব্রুয়ারিতে মাঠে গড়াচ্ছে নারীদের বিপিএল। খেলা হবে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। আট দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে ৭টি। থাকবে একজন করে বিদেশি খেলানোর সুযোগও। ছেলেদের বিপিএল’র ভুল থেকে শিক্ষা নিয়ে এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে চায় বিসিবি।

যদিও ছেলেদের মতো বড় পরিসরে নয়, উমেন্স বিপিএল হবে তিন দল নিয়ে। ডবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্ট হবে হোম অব ক্রিকেটে। থাকবে বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগও। এমনটাই জানিয়েছেন বিসিবি’র পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল, আমরা নারীদের ক্রিকেটকে আর কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। বিষয়টাকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কি না, সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। আজে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব।’ তবে সেখানে প্রশ্ন আসে কেন মোটে তিনটা দল! উত্তরে মানসম্মত নারী ক্রিকেটারের অপ্রতুলতা আসে সামনে। বিসিবি’র এই পরিচালক বলেন, চারজন বিদেশি খেলোয়াড় যদি আমরা অন্তর্ভুক্ত করতে চাই, সে ক্ষেত্রে দলগুলোর ওপর যে আর্থিক চাপ পড়বে তা এই মুহূর্তে দলগুলো নিতে চাচ্ছে না। আর আমাদের নিজস্ব খেলোয়াড়দের এক্সপোজার দেওয়ার যে সুযোগটা সেটা আমরা দিতে চাই। সে জন্য আমরা চারটা দল না করে তিনটা দল করেছি, যেন ভালো কম্পিটিশন হয়।

আরও পড়ুন

তবে চলমান বিপিএল নিয়ে স্বস্তিতে নেই বিসিবি। নানা অনিয়ম, অপেশাদারিত্বের খবর চাউর হয়েছে বিশ্বগণমাধ্যমে। নারীদের বিপিএলে এই ভুল থেকে শিক্ষা নিতে চায় বোর্ড। ফাহিম বলেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে জিনিসটাকে আয়োজন করতে পারিনি, সে ব্যাপারে সন্দেহ নেই। তবে আশা করছি সমস্যাগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। তবে মেয়েদের এইটার (বিপিএল) ব্যাপারে আমরা এই অভিজ্ঞতা ডেফিনিটলি কাজে লাগাবো। এবার তিন দল নিয়ে আয়োজন হলেও ভবিষ্যতে নিয়মিত আয়োজনের পাশপাশি দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও আছে বিসিবি’র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও পয়েন্ট হারালো আল নাসর

কংগ্রেস ভবনে অভিষেক হবে ট্রাম্পের

নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামীর দাবি আত্মহত্যা

মুন্সীগঞ্জে ৭ ডাকাত আটক,লুুণ্ঠিত মালামাল উদ্ধার 

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন সোহানা সাবা 

বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩