ভিডিও শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

কলম্বিয়ায় সংঘর্ষে নিহত অন্তত ৬০

কলম্বিয়ায় সংঘর্ষে নিহত অন্তত ৬০, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার মাদক চোরাচালান প্রধান কাটাটুম্বো অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে এখন পর্যন্ত ৬০ জন নিহত হয়েছেন বলে শনিবার (১৮ জানুয়ারি) দেশটির সরকারি মানবাধিকার ন্যায়পালের কার্যালয় থেকে জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বামপন্থি ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) ও আপাত নিষ্ক্রিয় রেভুল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) চলমান সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৬০ জন নৃশংস হত্যার শিকার হয়েছেন। এছাড়া, ৩২ জন অপহরণের শিকার হয়েছেন এবং কয়েশ মানুষ প্রাণভয়ে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। 

গত সপ্তাহে ইএলএনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে একটি বৈঠক বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। চলমান সংঘর্ষ নিরসনের আশায় ওই বৈঠক ডাকা হয়েছিল। এদিকে শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইএলএন অভিযোগ করেছে, বেসামরিকদের হত্যা ও অন্যান্য নৃশংসতা চালিয়ে বর্তমান সংঘর্ষ উসকে দিয়েছে ফার্ক। এই অভিযোগের প্রতিবাদের এখনও মন্তব্য করেনি গোষ্ঠীটি। অবশ্য শুক্রবার তারা জানিয়েছে, সহিংসতা আরও ছড়িয়ে পড়া রোধ করতে তাদের সশস্ত্র সদস্যদের প্রত্যাহার করা শুরু করা হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সংঘাতে জর্জরিত এই  অঞ্চল ভেনেজুয়েলার নিকটবর্তী হওয়ায় মাদক চোরাচালানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ফলে অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলো কোকেইন পাচারের জন্য এই এলাকায় খুব সক্রিয় থাকে।

আরও পড়ুন

দেশটির অভ্যন্তরীণ সংঘর্ষ বন্ধে ২০২২ সাল থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পেত্রো সরকার। এই উদ্দেশ্যে বামপন্থি গেরিলা ও সাবেক আধাসামরিক সদস্যদের দ্বারা পরিচালিত অপরাধী সংগঠনগুলোর মধ্যে সমঝোতা করার একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।খবর : রয়টার্স 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪র্থ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি

বগুড়ার শাজাহানপুরে জনসম্মুখে ছাত্রীর সাথে শিক্ষকের অশোভন আচরণ

পাসের হারে এগিয়ে মাদ্রাসা বোর্ড  জিপিএ ৫ পেয়েছেন ৪,২৬৮ জন

বগুড়ার নন্দীগ্রামে পাঁচটি ক্লিনিক এন্ড  ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা