ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

রিয়াল ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন আনচেলত্তি

রিয়াল ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন আনচেলত্তি, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি চলতি ক্লাব ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। উয়েফা চ্যাম্পিয়নস লিগে দলটির চলতি অবস্থা এবং লা লিগায় শীর্ষস্থান নিয়ে অন্ধকার ভবিষ্যতের মধ্যে আনচেলত্তি নিজের বিদায়ের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছেন।

তিনি বলেন, আমি কখনোই রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিইনি। এক প্রশ্নের জবাবে হাসতে হাসতে তিনি আরও বলেন, আমি জানি সেই দিনটি (বিদায়) একদিন আসবে, তবে সেটা কবে হবে, তা আমি জানি না। সেটা আগামীকালও হতে পারে, পরবর্তী ম্যাচের পরেও হতে পারে, আবার পাঁচ বছরেও হতে পারে। তিনি আরও বলেন, আমি ভাগ্যবান যে, ফ্লোরেন্তিনো পেরেজ আরও চার বছর রিয়ালের সভাপতি থাকবেন। এটা আমাকে ক্লাবে থাকার সুযোগ দেয়। এছাড়া আনচেলত্তি স্বীকার করেছেন যে, রিয়ালের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত রয়েছে এবং তিনি ২০২২ সালে নতুন চুক্তিতে সম্মত হন। এর আগে কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল যে, আনচেলত্তি মৌসুম শেষে পদত্যাগ করবেন, তবে তিনি তা সাফ অস্বীকার করেছেন। 

আরও পড়ুন

আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদ বিভিন্ন শিরোপা জয় করেছে, যার মধ্যে দুটি লা লিগা, দুটি চ্যাম্পিয়নস লিগ এবং একটি ফিফা ক্লাব বিশ্বকাপও রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আবর্জনার পাশে’ মিলল হেলেনীয় যুগের মূর্তি

শুভ জন্মদিন নায়ক রাজ রাজ্জাক

মদিনা গ্রুপে চাকরির সুযোগ

মিরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

নারীদের শরীরে আয়রনের ঘাটতি মিটাবে যেভাবে

সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে শ্রমিককের মরদেহ উদ্ধার