ভিডিও রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

বিপিএল-এ সেরা চারে মুখোমুখি যারা

বিপিএল-এ সেরা চারে মুখোমুখি যারা,ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএল’র প্রথম পর্বের খেলা শেষ। বাকি দুইটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল।সাত দলের বিপিএল শুরু হয়েছিল গত ৩০ ডিসেম্বর। নানা ঘটনা-অঘটন, নাটকীয়তা-উন্মাদনা-উত্তেজনা ছড়িয়ে শেষ হওয়া ৪২ ম্যাচের পর প্রতিযোগিতায় টিকে আছে এখন চার দল। যারা শিরোপার লড়াইয়ে আগামীকাল সোমবার থেকে মাঠে নামবে। এদিন খেলা হবে দুইটি। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফরচুন বরিশাল ও চিটাগং কিংস খেলবে প্রথম কোয়ালিফায়ার। ১২ ম্যাচে ৯ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে তামিমের বরিশাল। যারা গতবার জিতেছিল শিরোপা। তাদের পরই আছে বিপিএলে ফেরা চিটাগং কিংস। ১২ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দুইয়ে। এই দুই দল শীর্ষ দুইয়ে শেষ করায় তারা খেলবে প্রথম কোয়ালিফায়ার। যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। পরাজিত দল ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে। তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স মুখোমুখি হবে। তারা তিন ও চার নম্বরে থেকে সেরা চার নিশ্চিত করেছে।  এলিমিনেটরের বিজয়ী দল যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। পরাজিত দল ছিটকে যাবে শিরোপা লড়াই থেকে। প্রথম কোয়ালিফায়ার সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। এমিলিনেটর ম্যাচ হবে দুপুর দেড়টায়।

এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের চার দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান ১-১ এ সমতায় রয়েছে। রংপুর প্রথম দেখায় খুলনাকে ৮ রানে হারিয়েছিল। দ্বিতীয় দেখায় খুলনা প্রতিশোধ নেয় ৪৬ রানের বড় জয়ে। চিটাগং কিংস গতকাল রাতে ফরচুন বরিশালের টানা ছয় জয়ের মিছিল থামিয়েছে। ২৪ রানে তারা ম্যাচ হেরেছে। এর আগে প্রথম দেখায় বরিশাল জিতেছিল ৬ উইকেট। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের অভিমুখে ইনকিলাব মঞ্চ, পুলিশের মুখোমুখি | Inqilab Moncho | BD Police

নৌকা বাদ দিয়ে কারাগারের নতুন লোগোতে যুক্ত হলো চাবি ও ব্যাটন

এলপি গ্যাসের দাম আবারও বাড়ল

তিতুমীর কলেজকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা

কিরগিজস্তানে নিষিদ্ধ হলো নিকাব 

আবারো তিতুমীরের সামনে রাস্তা অ বরো ধ, আ টকে গেলো বিজিবির গাড়ি বহর | Daily Karatoa