ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

‘চাচা,বাড়িঘর এতো সাজানো কেন? আর, হেনা কোথায় ?’

‘চাচা,বাড়িঘর এতো সাজানো কেন? আর, হেনা কোথায়?’, ছবি: সংগৃহীত

বিনোদনডেস্ক: ‘ চাচা, হেনা কোথায় ? ঘরবাড়ি এতা সাজানো কেন ? ‘ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কনটেন্ট, মিমস কিংবা রিলসে ছেয়ে গেছে। এটি মূলত “প্রেমের সমাধি” সিনেমার “প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়” গানের ঠিক আগের সংলাপ ।

সুখে, দুঃখে, চলার পথে কিংবা একান্ত অবসরে গান শোনার অভ্যাস মানুষের চিরায়ত। আর কিছু গান আছে যেগুলো দেশ, কালের সীমানা ছাড়িয়ে হয়ে ওঠে কালজয়ী। আবার এদেশের সাধারণ মানুষের কাছে সিনেমার গানেরও এক ধরনের আলাদা আবেদন রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সিনেমাকে ছাপিয়ে তার গান হয়ে ওঠে অনন্য।বাংলাদেশের সিনেমার অসংখ্য গান বিভিন্ন সময়ে জনপ্রিয় হয়েছে। কিছু কিছু গান আবার যুগের পর যুগ; এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে সমান জনপ্রিয় হয়ে রয়েছে। এরকম একটি গান “প্রেমের সমাধি ভেঙে”।

“প্রেমের সমাধি” সিনেমার “প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়” এমন কথার গানটি ২৯ বছর ধরে মানুষের মুখে মুখে ফিরছে। ইউটিউব ঘেঁটে দেখা গেছে, শুধুমাত্র “অনুপম মুভি সং” নামের একটি চ্যানেল থেকে ছয় বছর আগে আপলোড করা গানটি দেখা হয়েছে ১১ কোটি ৬৫ লাখের বেশিবার। আর সেখানে গানটির কথা ও গায়কীর প্রশংসা করে অসংখ্য মন্তব্য।

এছাড়াও আরও অনেক ইউটিউব চ্যানেল থেকেও আপলোড করা হয়েছে গানটি। সেসব চ্যানেল থেকেও অসংখ্যবার দেখা হয়েছে গানটি।
“প্রেমের সমাধি ভেঙে” গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় প্রয়াত সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর। গানটির কথা লিখেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।  আর গানটির দৃশ্যে রয়েছেন বাপ্পারাজ ও শাবনাজ।

আরও পড়ুন

উল্লেখ্য, বাপ্পারাজ, অমিত হাসান ও শাবনাজ অভিনীত “প্রেমের সমাধি” সিনেমাটি ১৯৯৬ সালে মুক্তি পায়। সেই সময় ব্যাপক ব্যবসাসফল হয় সিনেমাটি। সিনেমার গল্প, গান আর শিল্পীদের অভিনয় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, গাঙ্গুয়া, আনোয়ার হোসেন, দিলদার, অন্তরা।

সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু, সংগীত পরিচালনা করেছেন আনোয়ার জাহান নান্টু। সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার জাহান।“প্রেমের সমাধি ভেঙে” গানটি ছাড়াও সিনেমাটির “জীবনের নৌকা চলে হেলে দুলে”, “তুমি বন্ধু আমার চির সুখে থাকো” গানগুলোও জনপ্রিয়তা পায়।

এন্ড্রু কিশোর ছাড়াও সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, শাকিলা জাফর, বেবী নাজনীন। সিনেমাটির নৃত্য পরিচালনা করেছেন আজিজ রেজা। বসুন্ধরা চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আতাউর রহমান টুনু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম আইনে খুব শিগগিরই পরিবর্তন দেখতে পাবেন : প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ সবাই খালাস

বিজিবির বাধায় কলারোয়া সীমান্তে বিএসএফের কাঁটাতার নির্মাণ বন্ধ

লিফলেট বিতরণ করা বিসিএস কর্মকর্তা মুকিব গ্রেপ্তার

পরীমণি নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বললেন 

শাহজাহান ওমরসহ তিনজন নতুন মামলায় গ্রেপ্তার