প্রধান উপদেষ্টার সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এ বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আল-বুলুশি প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ-ওমান সম্পর্ক আরও শক্তিশালী হবে।
অধ্যাপক ড. ইউনূস বাংলাদেশে তার সফল দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। আল-বুলুশি ঢাকায় নিযুক্ত প্রথম ওমানি রাষ্ট্রদূত।
প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশের বন্ধু হিসেবে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আল-বুলুশি।
আরও পড়ুনমন্তব্য করুন