ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

চাঁদপুরে ১১ জেলে আটক

চাঁদপুরে ১১ জেলে আটক

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১১ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৮ জেলেকে ৩ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত এবং ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৭ মার্চ) দুপুরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি জাটকা, ২টি নৌকা ও ৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর মোহনা এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ধরা অবস্থায় হাতে নাতে ১১ জেলেকে আটক করা হয়। রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা আটক জেলেদের শাস্তি দেন।

আরও পড়ুন

আটক জেলেরা হলেন- মো. আল-আমিন, জাকির, খোকন, নুরুন্নবী, জয়নাল চৌকিদার, কামাল হোসেন, ইব্রাহীম সরদার, কুদ্দুস আলী পেদা, ইমরান সরদার, ইয়াছিন ব্যাপারী ও মো. কালু মিয়া।

মো. মিজানুর রহমান আরও বলেন, ‘১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস পদ্মা-মেঘনায় অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণে অভিযান চলমান থাকবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি আইএমএক্স৮৮২ সেন্সরের পারফেকশন এখন হাতের মুঠোয়

নেপালে ৭ম আন্তর্জাতিক ইএলটি এ্যান্ড এ্যাপলায়েড লিঙ্গুইস্টিকস কনফারেন্সে অংশ নিলেন বাংলাদেশের তিন প্রভাষক

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

মাদ্রিদ ওপেন দিয়েই শিরোপার সূচনা করলেন ক্যাসপার রুড

জামালপুরে  শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু