ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

চাঁদা-লুট : বৈষম্যবিরোধী নেতাসহ গ্রেফতার ১৪

রাজধানীর কলাবাগানে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়কসহ ১৪ জনকে আটক করে যৌথ বাহিনী। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানায়, হামলাকারীরা ড্রয়ার ভেঙে নগদ তিন লাখ টাকা ও চারটি ডেস্কটপ কম্পিউটার নিয়ে যায়। শুক্রবার (৭ মার্চ) রাতে কলাবাগান থানায় সাংবাদিকদের এসব কথা জানান ওসি মোক্তারুজ্জামান।
ব্রিফিংয়ে তিনি বলেন, রাজধানীর লেক সার্কাস এলাকায় একটি কোম্পানির অফিস ভাঙচুরের অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কলাবাগান থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান রয়েছেন।
ওসি বলেন, শেখ কবির নামে একজনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে অভিযুক্তরা চাঁদা দাবি করে এবং হামলা ও ভাঙচুর চালায়। এসময় তারা নগদ তিন লাখ টাকা, চারটি ডেস্কটপ কম্পিউটার নিয়ে যায় এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে তারা।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়, যোগ করেন কলাবাগান থানার ওসি।
ঘটনাস্থলে যাওয়ার আগে অভিযুক্তরা পুলিশকে অবহিত করেছিল কি না জানতে চাইলে ওসি বলেন, না, তারা আগে থেকে পুলিশকে জানায়নি।
এ ঘটনায় আটক ১৪ জনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই অফিসের সিসি ক্যামেরাগুলো ভাঙা অবস্থায় পেয়েছে। গ্রেফতার ব্যক্তিদের কাছে পাওয়া গেছে ৩১ হাজার টাকা।
কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না সচেতন করে ওসি মোক্তারুজ্জামান বলেন, কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রথমে অবহিত করবেন। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো ব্যক্তি অভিযান চালাতে পারবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা নির্বাচন চাই সংস্কার ও জুলাই ঘোষণাপত্রসহ-রাজশাহীতে হাসনাত আবদুল্লাহ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন

হারুন-বিল্পবের বিরুদ্ধে মামলা করেছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন