নিউজ ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ, ২০২৫, ০৯:০৪ রাত
পোশাক নিয়ে নারীদের উত্ত্যক্ত, সাভার থেকে যুবক আটক

গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর হৃদয়।
ঢাকার সাভার উপজেলার বিভিন্ন স্থানে এক যুবক নারীবিদ্বেষী নানা কর্মকাণ্ড করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উত্ত্যক্ত করার ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই যুবকের নাম খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান। নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করা এবং কন্টেন্ট ক্রিয়েটের জন্য মো. খালিদ মাহমুদ হৃদয় খানকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেল ৪টার দিকে সাভারের আমিনবাজার থেকে তাকে আটক করা হয় বলে ঢাকা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্য করুন