বগুড়া শহর যুবলীগের সাবেক নেতা মতিন সরকারের ১৩ বছরের জেল

কোর্ট রিপোর্টার : বগুড়া শহর যুবলীগের সাবেক নেতা ও পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পরিবহন শ্রমিক নেতা আব্দুল মতিন সরকারের ১৩ বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার দায়ের করা মামলার দু’টি ধারায় তাকে এই দন্ডাদেশ প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরের দিকে বগুড়ার স্পোশাল জজ মো. শহিদুল্লাহ এই রায় দেন। রায়ের একটি ধারায় তিন বছর ও অপর ধারায় ১০ বছরের কারাদন্ড এবং দুই কোটি ২৮ লক্ষাধিক টাকা জরিমানা তা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। এছাড়াও জ্ঞাত আয় বহির্ভুত দুই কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। মতিন সরকার পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই আদালত এই রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। মতিন সরকার বগুড়ার চকসূত্রাপুর এলাকাল মজিবর রহমানের ছেলে এবং দেশের বহুল আলোচিত তুফান সরকারের ভাই।
আরও পড়ুনমন্তব্য করুন