ভিডিও বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

লালমনিরহাটে মুক্তিপণ না পেয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা

লালমনিরহাটে মুক্তিপণ না পেয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা, প্রতীকী ছবি

লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটে অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার রাতে লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফকিরটারী গ্রামের একটি সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে শাকিল নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
হত্যাকান্ডের শিকার তার নানির সাথে লালমনিরহাটে থাকতো এবং পার্শ্ববর্তী আনসারিয়া নুরানী  মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছিল। শাকিলের বাবা শফিকুল ইসলাম আরেক সন্তান নিয়ে চট্টগ্রামে থাকেন। তার মা একজন দৃষ্টিপ্রতিবন্ধী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকাল থেকে নিখোঁজ ছিল শাকিল। রাতে একটি মোবাইল ফোন নম্বর থেকে কল দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে শাকিলের পরিবার সেই নম্বর সদর থানায় দিলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশ সেই নম্বর ব্যবহারকারী সোহান (১৮), সোহানের বাবা ও মাকে আটক করে থানায় নেয়। রাতভর জিজ্ঞাসাবাদে শাকিলকে হত্যার কথা স্বীকার করে সোহান। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পরদিন মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট সদর থানা পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর  সহযোগিতায় সোহানের বাড়ির পিছনের সেপটিক ট্যাঙ্ক থেকে ওই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে নেয়া হয়।

আরও পড়ুন

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি নূরনবী  তথ্য প্রযুক্তির সহযোগিতায় তিনজনকে আটকের কথা স্বীকার করে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া তথ্যমতে সদর উপজেলার ফকিরটারি থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪জনকে আসামি করে ওই শিশু শিক্ষার্থীর নানা বাদি হয়ে সদর থানায় অপহরণ পূর্ব্বক একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় আটক ৩জনকে গ্রেফতার দেখিয়ে আসামিদের জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে প্রেরণ পূর্ব্বক সোহানকে একদিনের রিমান্ড চাওয়া হয়। গতকাল বুধবার সন্ধ্যায় এরিপোর্ট লেখা পর্যন্ত জবানবন্দি রেকর্ড করা হচ্ছিল বলে জানায় পুলিশ।

এদিকে অপর আরেক আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওই পুলিশ অফিসার নুরনবী। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্থিক সংকটে পাকিস্তান ক্রিকেট বোর্ড; ক্রিকেটারদের ম্যাচ ফি কর্তন  

টাইটানিকের অন্তরঙ্গ দৃশ্য ভুলে যেতে চান কেট

তিন দশকে প্রথমবার কাজল

রোজা নিয়ে গল্পের নাটকে তানিন সুবহা

ডেভিস কাপ জুনিয়র টেনিসে কোয়ার্টারে বাংলাদেশ

দিনাজপুরে মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার