ঈদে নাটকে ও মিউজিক ভিডিওতে মাতাবেন অলংকার চৌধুরী
_original_1741790354.jpg)
অভি মঈনুদ্দীন ঃ সাম্প্রতিক সময়ে মিউজিক ভিডিওতে একের পর এক মডেল হিসেবে কাজ করে বেশ আলোচনায় এসেছেন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী। সর্বশেষ কলি ও আকাশের গাওয়া ‘পাগলা পাগলী’ গানে দুর্দান্ত পারফর্ম্যান্সে মুগ্ধ করেছেন দর্শককে।
আবার শুধু মিউজিক ভিডিওতেই নয় তার সর্বশেষ দর্শকপ্রিয় নাটক তিনটি হচ্ছে ‘রুমকির সংসার’, ‘তোর প্রেমেতে ডুবলাম’ ও ‘পাখি’। সাম্প্রতিক সময়ে তার অভিনীত এই তিনটি নাটকও রয়েছে বেশ আলোচনায়। আগামী ঈদে অলংকার চৌধুরী’কে নতুন তিনটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে। আকাশ-রিমির গাওয়া ‘জামাই আদর’, ডলি সায়ন্তনীর গাওয়া ‘এই জামানার মেয়ে’ ও সাবরিনা সাবার গাওয়া ‘আগুন লাগাইয়া দিলো কনে’ এই তিনটি গানের মিউজিক ভিডিতে দেখা যাবে অলংকারকে। মিউজিক ভিডিওগুলো যথাক্রমে নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ, সৈকত রেজা ও নাজমুল ইভান। সবগুলো মিউজিক ভিডিওরই কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। এরইমধ্যে যে নাটকগুলো ঈদে প্রচারে আসা নিশ্চিত সেগুলো হচ্ছে জিয়া উদ্দিন আলমের ‘চোরের সার্টিফিকেট’ ও শুভ্র আহমেদ’র ‘নাক কম করো প্রিয়’। প্রথমটিতে তার বিপরীতে আছেন আফজাল সুজন এবং দ্বিতীয়টিতে তার বিপরীতে আছেন শিবলী নোমান। এছাড়াও আরো বেশকিছু নাটকের কাজ করবেন বলেও তিনি জানান।
এদিকে আগামী ঈদের পর একটি সিনেমার কাজও করতে যাচ্ছেন তিনি। সিনেমার কাজটি শুরু হবার পর তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে আগ্রহী। এর আগে আপাতত সিনেমাটি নিয়ে বিষদ বলার ইচ্ছে নেই।
আরও পড়ুনআগামী ঈদে নিজের কাজগুলো প্রসঙ্গে অলংকার চৌধুরী বলেন,‘ নারী কেন্দ্রিক সুন্দর গল্পগুলো আসছে আমার কাছে। আমি যদি চরিত্রটি ঠিকঠাক পাই অর্থাৎ আমার মনে ধরে চরিত্রটি তবেই কেবল কাজ করি। এটা সত্যি এই মুহুর্তে আমার কাছে আসার বহু নাটকের প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি। কারণ গল্প এবং চরিত্র কোনোটাই আমার ভালোলাগেনি। দর্শকের আমার প্রতি প্রবল আগ্রহ রয়েছে, সেটা আমি বুঝি, অনুভবও করতে পারি। কিন্তু দর্শকের আমার যে ধরনের কাজের প্রতি ভালোলাগা রয়েছে কিংবা তারা যে ধরনের কাজে আমাকে দেখতে চান সেই ধরনের গল্প খুব কম আসছে। তবে আমি মনেকরি সামনে আরো সুদিন আসছে আমার। জানিনা দর্শকের মন কতোটা জয় করতে পেরেছি, তবে নাটকপ্রিয় সকল দর্শকের মন জয় করেই আমি আরো বহুদূর এগিয়ে যেতে চাই।’
মন্তব্য করুন