ভিডিও বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

মাহমুদউল্লাহকে ধন্যবাদ বিসিবি সভাপতির

মাহমুদউল্লাহকে ধন্যবাদ বিসিবি সভাপতির,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন। গতকাল ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৯ বছর বয়সী রিয়াদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন। ঘোষণা আসার পর থেকেই প্রশংসায় ভাসছেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

বিসিবি তাদের ফেসবুক পেজে টাইগার ক্রিকেটারকে ‘দ্য ম্যান ফর অল অকেশনস’ বলে স্তুতি গেয়েছেন। কঠিন কিংবা প্রয়োজনে লড়ে যাওয়া মাহমুদউল্লাহর সামনের দিনগুলোর জন্যও শুভ কামনা জানিয়েছে বিসিবি।টাইগার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ দলে অসাধারণ অবদানের জন্য মাহমুদউল্লাহকে আন্তরিক কৃতজ্ঞতা। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা এই অভিজ্ঞ ক্রিকেটার ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন।’ 

বিসিবি সভাপতি ফারুক আহমেদ মাহমুদউল্লাহর অবদানের প্রশংসা করে বলেছেন, ‘এটি বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত সকলের জন্য একটি হৃদয়বিদারক মুহূর্ত, কারণ মাহমুদউল্লাহ প্রায় দুই দশক ধরে জাতীয় দলের শক্তির স্তম্ভ হয়ে আছেন। চাপের মধ্যেও তার ধারাবাহিকতা এবং সাফল্য তাকে অমূল্য সম্পদে পরিণত করেছে। তার নিষ্ঠা এবং পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছে এবং তাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিফটে আটকা পড়ে চার বছরের শিশুর মৃত্যু

ছেলের বৌ এর সাথে টাকা নিয়ে ঝগড়ার জেরে নাতিকে হত্যা, দাদি আটক

বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের মহাসচিব

বেনাপোল শনিবার বন্ধ আমদানি-রপ্তানি, যাত্রী পারাপার স্বাভাবিক   

জামালপুরে ইফতার নিয়ে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৬

ইফতারে সতেজতা আনবে যে পানীয়গুলো