ভিডিও শনিবার, ১৫ মার্চ ২০২৫

অন্তর্বর্তী সরকার দল মতের ঊর্দ্ধে সকল সাংবাদিকের কল্যাণে কাজ করছে : বগুড়ায় চেক বিতরণ অনুষ্ঠানে এম আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকার দল মতের ঊর্দ্ধে সকল সাংবাদিকের কল্যাণে কাজ করছে : বগুড়ায় চেক বিতরণ অনুষ্ঠানে এম আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেছেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন দেশ পেলেও এখনো ফ্যাসিবাদ মুক্ত হতে পারিনি। ফ্যাসিবাদের দোসররা গণমাধ্যমে এখনো ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই তারা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট একটি সাংবাদিক কল্যাণমূলক প্রতিষ্ঠান। কিন্তু বিগত ফ্যাসিবাদী আমলে এই প্রতিষ্ঠানটিকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দল, মতের ঊর্দ্ধে উঠে দেশের সকল সাংবাদিকের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যেই সারাদেশে তিন শতাধিক সাংবাদিককে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই প্রথম সাংবাদিকের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষ্যে দেশের দেড় হাজারেরও অধিক সাংবাদিককে ফুড প্যাকেট উপহার দেওয়া হয়েছে। আগামী দিনে সিনিয়র সাংবাদিকদের জন্য অবসরকারীন মাসিক ভাতা প্রদানের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এছাড়া সাংবাদিকদের জন্য ফেলোশিপের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আজ শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বগুড়ায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকদের চিকিৎসা সহায়তা ও সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আরও পড়ুন

বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে চেক বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারি মহাসচিব ডা. সাদিকুল ইসলাম স্বপ্ন, নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল লালু, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, দৈনিক দূরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস, সিনিয়র জেলা তথ্য অফিসার মাহফুজার রহমান, দৈনিক বগুড়া’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু।

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে অনুদানপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুর রহীম বগরা, রতন রায়, সাইফুল ইসলাম, সোহেল মাহবুব প্রমুখ। অনুষ্ঠানে ২১জন সাংবাদিককে চিকিৎসা অনুদান এবং ১৯জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই দেশ গড়তে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের কল্যাণে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা দিয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে হোলি উৎসব উদযাপন

জবিতে লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রোজাদার পথিকদের মাঝে ইফতার বিতরণ করে নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ পরিষদ

বগুড়ায় সক্রিয় জাল টাকার কারবারি চক্র, ধরা পড়ছে শুধু বাহক

দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি সক্রিয় ভূমিকা পালন করে আসছে- ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন