ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : আট বছরের শিশু আছিয়ার ধর্ষকের ফাঁসিসহ দেশব্যাপী ধর্ষকদের দ্রুত বিচারকার্য সম্পন্ন করে ফাঁসি ও চলমান লুটপাট, চাঁদাবাজি, ডাকাতি এবং শাহবাগী বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে সর্বস্তরের সচেতন ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেছে।
আজ শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় হরিপুর উপজেলার সর্বস্তরের সচেতন ছাত্র-জনতার আয়োজনে উপজেলার যাদুরানী স্কুলমাঠ ও বাজার এলাকার পাকাসড়কে আছিয়ার ধর্ষকের ফাঁসিসহ বিভিন্ন সেøাগানের মাধ্যমে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করা হয়।
আরও পড়ুনবিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক লিটন, হরিপুর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জমির উদ্দিন, জামায়াতে ইসলামী যুব বিভাগের আমগাঁও ইউনিয়ন সেক্রেটারি দুলাল হোসাইন, জাতীয় নাগরিক কমিটির রাশেদুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের তথ্য ও প্রচার সম্পাদক সাব্বির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জাহিদ হাসান ইমন প্রমুখ।
মন্তব্য করুন