ভিডিও মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

দিনাজপুরের বোচাগঞ্জে হিমাগার ছেড়ে লাপাত্তা কর্তৃপক্ষ, আলু নিয়ে বিপাকে কৃষক

দিনাজপুরের বোচাগঞ্জে হিমাগার ছেড়ে লাপাত্তা কর্তৃপক্ষ, আলু নিয়ে বিপাকে কৃষক। ছবি : দৈনিক করতোয়া

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বকুলতলায় অবস্থিত রাহবার হিমাগারে কৃষকের বীজের জন্য ডাম্পিং করে রাখা আলু না নিয়েই হিমাগার ছেড়ে লাপাত্তা কর্তৃপক্ষ। যার ফলে গত ৩/৪ দিন ধরে অপেক্ষা করেও আলু ঢুকাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছে কৃষকরা।

জানা গেছে, চলতি আলু মৌসুমে বোচাগঞ্জ উপজেলায় ব্যাপকহারে আলুর আবাদ হয়। কৃষকরা এই আলু বীজ হিসেবে হিমাগারে রাখার জন্য দীর্ঘ লাইন ধরে অপেক্ষা শেষে হিমাগারের ভিতরে ডাম্পিং করে রাখে। তাদের আশা ছিল কর্তৃপক্ষ তাদের আলু হিমাগারে রাখবে। কিন্তু ৩/৪ দিন অতিবাহিত হলেও হিমাগার কর্তৃপক্ষ আলু রাখতে অনীহা প্রকাশ করছে।

কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, রাতে হিমাগার কর্তৃপক্ষ ব্যববাসীদের কাছ থেকে টাকা নিয়ে সিরিয়াল ভঙ্গ করে আলু হিমাগারের ভিতরে রাখছে। অথচ কৃষকদের কোন প্রকার সুযোগ সুবিধা দিচ্ছে না তারা। দিন-রাত আলু পাহারা দিতে হচ্ছে কয়েকশ’ কৃষককে। বীজের আলু হিমাগারে রাখতে না পারলে আর্থিকভাবে চরম ক্ষতির শিকার হবেন বলে তারা জানান।

আরও পড়ুন

কৃষকদের অভিযোগ হিমাগার কর্তৃপক্ষ বলছে হিমাগারে স্থান না থাকায় আর আলু রাখা সম্ভব নয়, অথচ রাতের আঁধারে তাদের সুবিধা মত আলু ঠিকই হিমাগারে রাখছেন। কৃষকরা এর প্রতিবাদ করতে গেলে তারা কৃষকদের সাথে অশালীন আচরণ করছেন। হিমাগারের ভিতরে জায়গা আছে কি না তা কৃষকরা স্বচক্ষে দেখতে চাইলে হিমাগার কর্তৃপক্ষ তাদের সেটা দেখাচ্ছে না। তাদের একটাই দাবি আলু যেহেতু আমরা নিয়ে এসেছি কর্তৃপক্ষকে রাখতেই হবে।

এদিকে কৃষকদের দাবির মুখে গতকাল রোববার রাতে হিমাগার ছেড়ে উধাও কর্তৃপক্ষের লোকজন। আলু নিয়ে বসে থাকা অসহায় কৃষকরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে রাহবার হিমাগারের ম্যানাজারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাধবপুরে সোয়া কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য আটক

রেললাইনের ওপর হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

‘বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় বইরা লইয়া যায়’

সরকারি টাকায় আ. লীগ নেতার বাড়িতে ৩ প্রকল্প বাস্তবায়ন

সাদ্দাম-ইনানসহ ঢাবি থেকে বহিষ্কার ১২৮ জন 

নওগাঁর মান্দায় হুমকিতে ২৫০ বিঘা জমির বোরো আবাদ, গভীর নলকূপ অকেজো