খাগড়াছড়িতে গৃহবধূকে 'ধর্ষণ' চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
_original_1742304811.jpg)
খাগড়াছড়ির দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় হোসেন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হওয়ার পর রাতে ধর্ষক হোসেন মিয়াকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘সোমবার সকালে গৃহবধূকে ধর্ষণ করে হোসেন মিয়া। বিষয়টি জানাজানি হওয়ার পর ধর্ষণের অভিযোগে স্থানীয়রা হোসেন মিয়াকে আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।’
আরও পড়ুনওসি আরও বলেন, ‘এ ঘটনায় ভিকটিম নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
মন্তব্য করুন