মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় ধাক্কায় মীরা রানী ভৌমিক (৫৩) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের বড়তাকিয়া মাজার গেইট এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত মীরা মিরসরাই উপজেলার খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের সুধাংশু আমিন বাড়ির আজিত চন্দ্র নাথের স্ত্রী।
আহত ব্যক্তিরা হলেন- জোরারগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার শ্যামল নাথের পুত্র অরুপ নাথ (১৮), সে নিজামপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। অপর জন স্বপন নাথ (৭০) সে পেশায় রাজমিস্ত্রী। স্বপন নাথের অবস্থা অবনতি হওয়ায় স্থানীয় রেডিয়েন্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বলেন, বিদ্যালয় বন্ধ থাকলেও রমজান মাসে শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নেওয়া হচ্ছিলো। মীরা ম্যাম শহরে থাকেন। ক্লাস শেষে শহরে যেতে বড়তাকিয়া মাজার গেইট গাড়ির জন্য রাস্তার পাশে অপেক্ষা করেন। এসময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান রাস্তার পাশে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে মীরা রানী মারা যান।
আরও পড়ুনতিনি আরো জানান, মীরা রানী দীর্ঘ ২০ বছর ধরে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। দুর্ঘটনায় হঠাৎ এভাবে চলে যাওয়া মানতে কষ্ট হচ্ছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মিনার হোসেন জানান, গাড়িতে উঠার জন্য যাত্রী ছাউনির পাশে নিহত মীরা রানী ভৌমিক ও আহতরা দাঁড়িয়েছিলেন। এসময় চট্টদর্ড ভ্যান চালক আবদুল আলিমকে (২৪) আটক এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন