নওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও আ’ লীগের দুই নেতা গ্রেফতার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা শাহজামাল (৩৬) ও মো: আব্দুর রশিদকে (৪০) নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় শাহজামাল হোসেনকে উপজেলার নিয়ামতপুর উত্তর বাজার নিজ বাড়ি থেকে এবং আব্দুর রশিদকে উপজেলার পাড়ইল ইউনিয়নের মিরাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ামতপুর থানা পুলিশ।
মো: শাহজামাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার হাজিনগর ইউনিয়নের উপরকুড়া শালবাড়ীর মৃত নবীর উদ্দিনের ছেলে এবং আব্দুর রশিদ উপজেলার পাড়ইল ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ও উপজেলার পাড়ইল ইউনিয়নের মিরাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
আরও পড়ুননিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, মো: শাহজামাল ও আব্দুর রশিদকে নাশকতা ও বিস্ফোরক আইন মামলার অজ্ঞাতনামা আসামি। আজ মঙ্গলবার (১৮ মার্চ) তাদের আদালতে পাঠান হয়েছে।
মন্তব্য করুন