ভিডিও বুধবার, ১৯ মার্চ ২০২৫

এনজিও কর্মীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় 

এনজিও কর্মীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় 

নিউজ ডেস্ক:  কুমিল্লার চান্দিনা উপজেলায় তুলাতলী গ্রামে ঋণের কিস্তি আদায় করতে গিয়ে যৌন হয়রানির শিকার হন এনজিওর এক পুরুষ ও এক নারী কর্মী।তাদেরকে নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারী কর্মীকে নগ্ন করে শারীরিক ও যৌন নির্যাতন করা হয়। মোবাইল ফোনে ধারণ করা নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে অভিযুক্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।


সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী গ্রামের দক্ষিণপাড়া দীঘির পাড়ের একটি বাগানে তাদের নির্যাতন করা হয়। এ ঘটনায় মঙ্গলবার (১৮ মার্চ) চার জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন এনজিওর পুরুষ কর্মী তারেক রহমান। তারা একটি এনজিওর চান্দিনা শাখায় কর্মরত।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ওই পুরুষ ও নারী কর্মীর তুলাতলী গ্রামে ঋণের কিস্তি আদায় করতে সন্ধ্যা গড়িয়ে যায়। এ সময় কয়েকজন যুবক তাদের আটক করে তুলাতলী গ্রামের শেষে এতবারপুর মালিবাড়িসংলগ্ন মৎস্য প্রজেক্টের পাড়ে নিয়ে কিস্তির সংগৃহীত টাকা ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয় রুহুল আমিন বিষয়টি দেখে ফেলায় সেখান থেকে তাদের হাত ও চোখ বেঁধে তুলাতলী গ্রামের দক্ষিণপাড়া দীঘির পাড়ে নিয়ে আটকে রাখে।

এ সময় পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং বৈদ্যুতিক শক দেয়। নারী কর্মীকে নগ্ন করে লাঞ্ছিত করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে। 

এ সময় ওই নারী তার বোনকে ফোন করে এবং নির্যাতনকারীদের বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠায়। ওই টাকা পাওয়ার পরও নারীকে শারীরিক নির্যাতন করা শুরু করে। একপর্যায়ে গ্রামের লোকজন টের পেয়ে ডাকাত বলে ধাওয়া করলে নির্যাতনকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন

এনজিওর ঋণ আদায়কারী তারেক রহমান বলেন, ‘‘আমরা কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। আমাদের বাগানে নিয়ে আমাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং বৈদ্যুতিক শক দেয়। আর নারী কর্মীকে নগ্ন করে শারীরিক যৌন নির্যাতন করে। তারা নারীকে পুরো নগ্ন করে মোবাইলে ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি করে। বিকাশে ২০ হাজার টাকা এনে দেই কিন্তু তারা বাকি টাকা পেলে ভিডিও ডিলিট করবে বলে জানায়।’’ 

তিনি বলেন, ‘‘২০ হাজার টাকা নেওয়ার পরও তারা নারীর ওপর অত্যাচার শুরু করে। গ্রামবাসী টের পেয়ে ধাওয়া করে এবং আমাদের উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ আমাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।’’

চান্দিনা থানার ওসি নাজমুল হুদা বলেন, ‘‘হাসপাতালে চিকিৎসা শেষে আমরা তাদের থানায় এনে বিস্তারিত শুনে মামলা নিয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতির তথ্য জানতে মার্কিনিদের বাংলাদেশে আসার আমন্ত্রণ

নাটোরের বাগাতিপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান গকুল গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী সর্বজনীন ঐক্য চায় - জামায়াতের নায়েবে আমির

গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রমিক নেতা সুরুজ হক লিটন গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ীরা খোয়ালেন ১৮ লক্ষাধিক টাকা