ভিডিও বুধবার, ১৯ মার্চ ২০২৫

শ্রমিক নেতাদের মারপিটের জেরে

বগুড়া থেকে সব রুটে  বাস-অটোরিকশা চলাচল বন্ধ, বিক্ষোভ-ভাঙচুর-অগ্নিসংযোগ

বগুড়ায়  শ্রমিক নেতাদের মারপিটের জেরে বাস-অটোরিকশা বন্ধ, বিক্ষোভ-ভাঙচুর-অগ্নিসংযোগ, ছবি: দৈনিক করতোয়া ।

স্টাফ রিপোর্টার :  বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করার প্রতিবাদে বগুড়া শহর থেকে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ এবং স্টেশন রোডের নারিকেলের দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। আজ বুধবার (১৯ মার্চ) সকালের পর থেকে এসব ঘটনা ঘটে। শ্রমিকদের বিক্ষোভ ও আগুনের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  

এর আগে শহরের স্টেশন রোডে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন সামনে থেকে সংক্ষিপ্ত সমাবেশে আলোচনার আহবান করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিবহন বন্ধের ডাক দেন মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আবদুুল হামিদ মিটুল। প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক  সৈয়দ কবির আহম্মেদ মিঠু । সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বাস-মিনিবাস-কোচ পরিবহন মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. এরশাদুল বারী এরশাদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আরও পড়ুন

গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা আনোয়ার হোসেন রানা ও হযরত আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। নারিকেল ব্যবসায়ীদের সাথে সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিরোধ থামাতে গেলে তাদের ওপর এই হামলা হয়। এদের মধ্যে রানার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং হযরতকে বেদম মারধর করা হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার  বিকেল ৫টার দিকে শহরের স্টেশন রোডে মিতালী পাম্পের দক্ষিণ-পশ্চিমপাশে বদ্ধভূমির অদূরে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন রানা বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ১নং সহ-সাধারণ সম্পাদক ও হযরত আলী নির্বাহী কমিটির সদস্য।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ একজন গ্রেফতার

খাগড়াছড়িতে দুবৃর্ত্তদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

নেত্রকোনায় মাদ্রাসা ছাত্রী অপহরণ, অভিযুক্ত আটক

দৈনিক করতোয়া’র হিসাবরক্ষক শাহিনের ভগ্নিপতির ইন্তেকাল

সোনারগাঁয়ে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

হামজার অনুশীলন দেখতে টিকিট লাগবে